Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৫:৫৯, ২৯ এপ্রিল ২০২৪
আপডেট: ১৭:১৮, ২৯ এপ্রিল ২০২৪

মৌলভীবাজারে চেয়ারম্যান প্রার্থী তাজের মনোনয়ন বাতিল

চেয়ারম্যান প্রার্থী মো. তাজুল ইসলাম তাজ। ফাইল ছবি

চেয়ারম্যান প্রার্থী মো. তাজুল ইসলাম তাজ। ফাইল ছবি

আপিল শুনানি শেষে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী তাজুল ইসলাম তাজের মনোনয়ন বাতিল করা হয়েছে। 

তাঁর বিরুদ্ধে একাধিক মামলার অ ভি যো গ ছিল। 

রোববার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে তাজুল ইসলাম তাজের বিরুদ্ধে আনীত অভিযোগে দায়ের করা আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে তাজুল ইসলাম তাজের মনোনয়ন বাতিল বলে ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. উর্মি বিনতে সালাম।

মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসার আব্দুস সালাম বিষয়টি আই নিউজকে নিশ্চিত করেছেন। 

সোমবার (২৯ এপ্রিল) সকালে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসার আব্দুস সালাম জানান, সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী তাজুল ইসলাম তাজের বিরুদ্ধে পাঁচ বছরের সাজা রয়েছে। তাই তার প্রার্থিতা বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ২১মে মৌলভীবাজারে দ্বিতীয় দফায় অনুষ্ঠিতর হবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। 

এবছর নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলা থেকে মনোনয়ন দাখিল করেছেন মোট ৮ জন। এরমধ্যে চেয়ারম্যান পদে তাজুল ইসলাম তাজসহ প্রার্থী ছিলেন দুই জন। তাজুল ইসলামের মনোনয়ন বাতিল হওয়ায় চেয়ারম্যান পদে এখন নির্বাচনে টিকে রইলেন শুধুমাত্র উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়