Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫,   আষাঢ় ১৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:৪২, ১৬ অক্টোবর ২০২০

শেখ রাসেল আন্তর্জাতিক শ্যুটিং-এর উদ্বোধন শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে আন্তর্জাতিক এয়ার রাইফেল প্রতিযোগিতা আয়োজন করছে বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশন।

শেখ রাসেল আন্তর্জাতিক এয়ার রাইফেল চ্যাম্পিয়নশিপ নামের এই প্রতিযোগিতা দুই দিনব্যাপী হবে অনলাইন প্লাটফর্মে। শনিবার হবে উদ্বোধন, পরের দিন প্রতিযোগিতা।

শনিবার সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতা উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। রোববার দুপুর ২টা থেকে অনলাইনে খেলা শুরু হবে।

প্রতিযোগিতায় অংশ নেবেন ৭ দেশের শ্যুটারগণ। বাংলাদেশ ছাড়া অন্য ৬ দেশ হচ্ছে- ভারত, জাপান, ভুটান, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও দক্ষিণ কোরিয়া। খেলা হবে ৬০ রাউন্ডে।

প্রতিযোগিতার শীর্ষ জুটিকে ১০০০, দ্বিতীয় স্থান অজর্নকারী জুটিকে ৭০০ এবং তৃতীয় স্থান অজর্নকারী জুটিকে ৫০০ মার্কিন ডলার প্রাইজমানি প্রদান করা হবে।

বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশন এই প্রতিযোগিতা প্রতি বছর আয়োজন আয়োজনের পরিকল্পনা করছে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়