Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫,   আষাঢ় ১৭ ১৪৩২

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৬, ২৫ অক্টোবর ২০২০
আপডেট: ১৯:০১, ২৫ অক্টোবর ২০২০

হবিগঞ্জে ইউপি চেয়ারম্যানসহ পাঁচজনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এবার চেয়ারম্যান, মেম্বারসহ পাঁচ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে হবিগঞ্জ আদালতে মামলা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে এফআইআর গণ্যে তিনদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নবীগঞ্জ থানাকে নির্দেশ দিয়েছেন। 

মামলার আসামিরা হচ্ছেন- উপজেলার আউশকান্দি ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন (৫০) ও তার পরিষদের সদস্য দুলাল আহমদ (৪০), সেবুল মিয়া (২৮), সহিদুল মিয়া (২৫), জিবু মিয়াসহ (২৭) অজ্ঞাত ৩ জন ।

মামলা সূ্ত্রে জানা গেছে, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পারকুল গ্রামের এক নারী গত ৮ অক্টোবর বিকালে রিক্সা যোগে শেরপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে, পারকুল গ্রামের মেম্বার দুলাল মিয়ার বাড়ির সামনে আসা মাত্র আসামিগন তাকে জোরপূর্বক একটি সিএনজি অটোরিকশা যোগে অপহরণ করে নিয়ে যায়। একটি অজ্ঞাতস্থানে তিনদিন আটক করে আসামিগন তাকে ধর্ষণ করেন। ৪ দিন পরে আসামিগণ স্থানীয় আউশকান্দি বাজারের একটি রেস্টুরেন্টে সামনে সিএনজি অটোরিকশা থেকে তাকে নামিয়ে দিয়ে চলে যায়। পরে খবর পেয়ে তার স্বামী এসে তাকে উদ্ধার করে নবীগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করান।

নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক হবিগঞ্জ জেলা দায়রা ও জেলা জজ মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী গত ১৮ অক্টোবর, নালিশকারীর দরখাস্ত ও জবানবন্দী পর্যালোচনা করে নির্দেশে তিনি বলেন, নালিশের অভিযোগ অপরাধ যোগ্য, তাই নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জকে মামলা এফ আই আর করার নির্দেশ দেন এবং তিন কার্য দিবসের মধ্যে মামলা রজু করে প্রতিবেদন অত্র ট্রাইব্যুনালে প্রেরণ করার নির্দেশ দেন।

এদিকে মামলা বাদীর স্বামী অভিযোগ করেন, মামলার সাক্ষীদের চেয়ারম্যান ও মেম্বারের পক্ষ থেকে চাপ সৃষ্টি করে, সাক্ষীদের হুমকি ধমকি দিয়ে তাদের কাছ থেকে এফিডেভিড করার চেষ্টা করছেন। তাকে মামলা তোলার জন্য হুমকি দিচ্ছেন।

তিনি আরও জানান, তারা এলাকায় প্রভাবশালী হওয়াতে, তাদের লোকজন দিয়ে আমাকে নানা ভাবে হুমকি দিচ্ছেন। ফলে আমি আমার নিজ বাড়িতে যাওয়ার মত সাহস পাচ্ছি না।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন বলেন, আমি শুনেছি একটি নারী নির্যাতন মামলা হয়েছে । এ ব্যাপারে বিস্তারিত আমি কিছুই জানি না।

ইউপি সদস্য দুলাল আহমদ বলেন, এই রকম ঘৃণিত কাজের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমাকে মিথ্যা মামলা জড়ানো হচ্ছে।

নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান রোববার (২৫ অক্টোবর) বিকালে জানান, মামলাটি আদালতের আদেশে প্রক্রিয়াধীন আছে। আজ রাতেই এফআইআর গণ্যে ব্যবস্থা নেওয়া হবে । 

আইনিউজ/এজেএল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়