Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৫ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১১ ১৪৩২

প্রকাশিত: ০৯:৫১, ৩০ জুলাই ২০১৯
আপডেট: ০৯:৫২, ৩০ জুলাই ২০১৯

ঈদের ছুটিতে সারাদেশে ছড়িয়ে পড়তে পারে ডেঙ্গু!

বিশেষজ্ঞরা জানান, সামনেই কোরবানির ঈদ। ঈদে ঢাকা শহরের প্রায় অর্ধেকেরও বেশি মানুষ পরিবার-স্বজনের সঙ্গে ঈদ উদযাপন করতে গ্রামের বাড়িতে যায়। ঈদের সময়ে গ্রামের বাড়িতে গেলে এই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কয়েকগুণ বেড়ে যাবে। কারণ, যেকোনো ডেঙ্গু আক্রান্ত রোগী সুস্থ মানুষের জন্য ঝুঁকিপূর্ণ।
 
আইনিউজ ডেস্ক: সারাদেশে বেড়ে চলেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। ঈদের ছুটিতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছড়িয়ে পড়তে পারে সারাদেশে। এমনটাই আশংকা করছেন চিকিৎসকেরা।
 
রাজধানী ঢাকার বাইরে এ পর্যন্ত অন্তত ৫০টি জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। তবে তাদের বেশিরভাগই ঢাকায় অবস্থানকালে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। আসন্ন কোরবানীর ঈদের ছুটিতে ঢাকায় অবস্থানরত অনেকেই বিভিন্ন জেলায় ফিরবেন। তাদের মধ্যে ডেঙ্গু আক্রান্ত রোগীও থাকবেন। চিকিৎসকরা মনে করছেন, বাড়ি ফেরত এই ডেঙ্গু আক্রান্ত মানুষদের সঙ্গে ডেঙ্গু্ও ছড়িয়ে পড়বে বিভিন্ন গ্রামে-গঞ্জে। ফলে ডেঙ্গু প্রকট আকার ধারন করতে পারে বলে মনে করছেন তারা।
 
এ ব্যাপারে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানান, ‘যারা ইতোমধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তারা গ্রামে যাওয়ার পর সে মানুষকে যদি কোনো মশা কামড় দেয় এবং তারপর যদি সে মশা আরেকজন সুস্থ মানুষকে কামড় দেয়, তাহলে সে মানুষটিও ডেঙ্গুতে আক্রান্ত হবেন। ঢাকার বাইরে যেসব ডেঙ্গু রোগী আক্রান্ত হচ্ছেন, তাদের বেশিরভাগের ক্ষেত্রেই দেখা গেছে, এরা ঢাকায়ই জ্বরে আক্রান্ত হয়েছেন। বাড়ি যাওয়ার পর পরীক্ষা করাতে গিয়ে ডেঙ্গু ধরা পড়েছে।’ তাই কোরবানীর ঈদের ছুটিতে ডেঙ্গু আক্রান্তদের গ্রামের বাড়ি না ফেরার জন্য অনুরোধ করেন তিনি।
 
মৌলভীবাজারে কর্মরত ডা. শাব্বির হোসেন খান জানান, ‘মৌলভীবাজারে ডেঙ্গু আক্রান্ত ১০ জন রোগী পাওয়া গেছে। তাদের মধ্যে আট জন ডেঙ্গু ধরা পড়ার দুই সপ্তাহের মধ্যে তারা ঢাকায় অবস্থান করছিলেন। তাই আসন্ন ঈদের সময়ে নিজের এবং পরিবারের অন্যদের নিরাপত্তায় অন্তত এ সময়ে ডেঙ্গু আক্রান্তদের গ্রামের বাড়ি না যাওয়ার কথা বলেন তিনি।’
 
জানা যায়, গত এক সপ্তাহে যশোর জেনারেল হাসপাতালে ১৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে ১৪ জন এখনও চিকিৎসাধীন। হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ জানান, ‘ভর্তি থাকা রোগীদের সবাই ঢাকা থেকে ফেরত আসার পর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।’
 
চট্টগ্রাম বিভাগের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার খান জানান,‘আমরা অফিসিয়ালি ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্তদের ঈদের সময়ে ঢাকা না ছাড়ার জন্য অনুরোধ করছি। কারণ, চট্টগ্রামে যত রোগী আমরা পেয়েছি, তার ৮০ শতাংশেরই গত এক সপ্তাহের মধ্যে ঢাকায় যাতায়াত করেছে। ঢাকার যত বাস কাউন্টার রয়েছে, বিশেষ করে ছোট ছোট কাউন্টার, সেসব জায়গায়ও কিন্তু এডিস মশার জন্ম হতে পারে। ঈদের সময়ে মানুষ ঘণ্টার পর ঘণ্টা সেখানে অপেক্ষা করবে। তাই অনুরোধ থাকবে যেন কোনও রোগী ঢাকার বাইরে না যান।’
এইচ এ/ ইএন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়