Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৭ অক্টোবর ২০২৫,   কার্তিক ১২ ১৪৩২

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ০৮:৪৯, ৭ জুন ২০২০

স্মার্টওয়াচের বিশ্ব বাজার কাঁপাচ্ছে হুয়াওয়ে

ফাইল ফটো

ফাইল ফটো

স্মার্টওয়াচের বিশ্ববাজারে চলতি বছরের প্রথম প্রান্তিকে ১১৮ শতাংশের রেকর্ড পরিমাণ বার্ষিক প্রবৃদ্ধি নিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে।

বৈশ্বিক স্মার্টওয়াচ বাজারের ১৫.২ শতাংশ দখল করে প্রথম প্রান্তিকে হুয়াওয়ে মোট ২৬ লাখ স্মার্টওয়াচ বাজারজাত করে।

সম্প্রতি ইন্টারন্যাশনাল ডাটা কর্পোরেশন (আইডিসি) প্রকাশিত একটি পরিসংখ্যান থেকে হুয়াওয়ে সেন্ট্রাল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

স্মার্টওয়াচ বাজারজাতে বছরান্তে ৭.১ শতাংশের হ্রাস নিয়ে মোট ১৬৯ লাখ স্মার্টওয়াচ বাজারজাতের রেকর্ড গড়েছে হুয়াওয়ে।

আইডিসির তথ্য অনুসারে, হুয়াওয়ের পরেই ১.৮ মিলিয়ন সিপমেন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে স্যামসাং এবং বরাবরের মত প্রথম অবস্থান ধরে রেখেছে অ্যাপলওয়াচ। অ্যাপলের মোট সিপমেন্টের পরিমাণ ৪৫ লাখ এবং ২.২ শতাংশের প্রবৃদ্ধি হ্রাস নিয়ে তারা বাজারের ২৬.৮ শতাংশ দখল করতে সমর্থ হয়েছে।

বিশ্বজুড়ে পরিধানযোগ্য প্রযুক্তি পণ্যের বাজারেও ভালো করেছে হুয়াওয়ে। বছরের প্রথম প্রান্তিকে হুয়াওয়ে মোট ৮১ লাখ পরিধানযোগ্য প্রযুক্তি পণ্য বাজারজাত করে। আইডিসির তথ্যমতে বছরান্তে হুয়াওয়ের পরিধানযোগ্য প্রযুক্তি পণ্যের সিপমেন্ট ২৯.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং এই প্রান্তিক শেষে মোট সিপমেন্ট ৭২.৬ মিলিয়নে গিয়ে ঠেকেছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়