Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৭ অক্টোবর ২০২৫,   কার্তিক ১২ ১৪৩২

তথ্য প্রযুক্তি

প্রকাশিত: ১৩:০৬, ২২ জুন ২০২০

গ্রামীণফোনের ওপর বিটিআরসি’র নতুন বিধিনিষেধ আরোপ

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গ্রামীণফোনের (জিপি) ওপর নতুন দুটি নিষেধাজ্ঞা আরোপ করেছে। এখন থেকে বিটিআরসির অনুমতি ছাড়া কোনো অফার বা পরিষেবা পরিবর্তন করতে পারবে না গ্রামীণফোন। কোনো প্যাকেজ বা অফার প্রদান করার আগে বিটিআরসি থেকে আগেই অনুমোদন নিতে হবে গ্রামীণফোনকে।

কিছু নির্দেশনার কথা জানিয়ে রবিবার গ্রামীণফোনের কাছে একটি চিঠি পাঠিয়েছে বিটিআরসি।

চিঠিতে বলা হয়, দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোন অপারেটরকে উল্লেখযোগ্য বাজার শক্তি (এসএমপি) ঘোষণা করার ১৬ মাস পর এ নিষেধাজ্ঞাগুলো আরোপ করা হয়েছে।

বিধিনিষেধ অনুসারে, জিপি’র জন্য মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) লক-ইন সময়কাল ৯০ দিন থেকে কমিয়ে ৬০ দিন করা হয়েছে, যা ১ জুলাই থেকে কার্যকর হবে।  চিঠিতে আরও বলা হয়, বিটিআরসির অনুমতি ছাড়া কোনো অফার বা পরিষেবা পরিবর্তন করতে পারবে না গ্রামীণফোন। 

বিধিনিষেধের অধীনে এখন বিদ্যমান বিভিন্ন পরিষেবা, প্যাকেজ এবং অফারগুলোর জন্য ৩১ আগস্টের মধ্যে অনুমতি নিতে হবে। তবে নতুন অফার এবং প্যাকেজগুলোর জন্য এ নির্দেশনা কার্যকর হবে ১ জুলাই থেকে।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়