Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৭ অক্টোবর ২০২৫,   কার্তিক ১২ ১৪৩২

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৩:০৩, ২৩ জুন ২০২০
আপডেট: ১৩:০৪, ২৩ জুন ২০২০

ছবিতে ফ্যাক্ট-চেকিং ল্যাবেল যোগ করছে গুগল

ছবিতে ফ্যাক্ট-চেকিং ল্যাবেল যোগ করতে যাচ্ছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিভ্রান্তিকর তথ্য থেকে ব্যবহারকারীদের রেহাই দিতে এই সিদ্ধান্ত নিয়েছে।

গুগলের প্রোডাক্ট ম্যানেজার হ্যারিস কোহেন বলেন,পৃথিবীতে কী ঘটছে, সেটি  ছবি এবং ভিডিও দিয়ে সহজে বোঝা যায়। কিন্তু মাঝেমাঝে এসব নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়। তাই  মানুষকে সতর্ক করতে আমরা গুগলের ছবিতে ফ্যাক্ট-চেকিং সতর্কতা যোগ করার সিদ্ধান্ত নিয়েছি। এর ফলে মানুষ আরও বেশি সঠিক তথ্য জানার সুযোগ পাবে।

গুগলের তথ্য মতে, স্বাধীন ফ্যাক্ট-চেকারদের দ্বারা ক্লেইমরিভিউ ডেটাবেজ ভিত্তিতে নতুন ল্যাবেল যোগ করা হবে। ছবি-ভিডিও’র অন্তর্নিহিত ওয়েব পেজের সঙ্গে যুক্ত থাকবে নতুন ল্যাবেল।

এখন থেকে আপনি গুগলে ছবি সার্চ করলে থাম্বনেইল ইমেজ রেজাল্টে ফ্যাক্ট-চেকিং ল্যাবেল পেতে পারেন। ছবি বড় করতে এই রেজাল্টে ক্লিক করলে ফ্যাক্ট-চেক বিষয়ক সংক্ষিপ্ত একটি বর্ণনা পাওয়া যাবে। এটি নির্দিষ্ট কিছু ছবির ক্ষেত্রে হতে পারে, আবার কোনো আর্টিকেলের ছবির ক্ষেত্রেও হতে পারে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়