Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১১ মে ২০২৫,   বৈশাখ ২৮ ১৪৩২

তথ্য প্রযুক্তি

প্রকাশিত: ১১:১৪, ২৫ জুন ২০২০

যে ছবি সোশ্যাল মিডিয়ায় তুলল ঝড়

চুখের প্রথম পলকে দেখে বোঝার উপায় নেই এই ছবিটা কি। ভারতের ফরেস্ট সার্ভিসের কর্মকর্তা সুশান্ত নানাদা একটি ছবি শেয়ার করেছিলেন নিজের ট্যুইটার হ্যান্ডেলে। 

ছবিটিতে দেখা যাচ্ছে মানুষের পায়ের আকৃতির মত একটা কিছুর উপর গাছের গুঁড়ি পড়ে রয়েছে।

এটা যে মানুষের পা নয়, তা দেখেই বোঝা যাচ্ছে। তাহলে এটা কী ? প্রশ্ন করেছিলেন সুশান্ত নানাদা। এর উত্তরে যে জবাবগুলো মিলেছে তা আসলেই চমকপ্রদ ও মজাদার।

ছবিটা দেখে অনেকেই ভিন্ন ভিন্ন মত প্রকাশ। একজন বলেন কোনও রাজনীতিকের? যার গ্যাংগ্রীণ হয়েছে। আরেক জন জবাব  দিলেন এটি এমন একজনের পা, যার তখনই পেডিকিওর বা পায়ের যত্ন নেওয়া দরকার। এই প্রশ্নের উত্তর খোঁজে ইয়েতির এবং গোরিলার নাম উঠে এশেছে। অনেকে বলেছেন  ছবিটি ফটোশপ করা হয়েছে।

তারপর ওই ফরেস্ট অফিসার আসল তথ্য সামনে আনেন।

তিনি বলেন, এটি মানুষ বা কোনও পশুর পা নয়। এটি একধরণের ছত্রাক। যার নাম জাইলারিয়া পলিমরফা। চলতি ভাষায় একে বলা হয় মৃত মানুষের পা বা ডেড ম্যানস ফিঙ্গার।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়