Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৭ অক্টোবর ২০২৫,   কার্তিক ১২ ১৪৩২

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১২:৫৯, ৪ জুলাই ২০২০

মাস্ক ব্যবহারে উৎসাহিত করবে ফেসবুক-ইনস্টাগ্রাম!

সারাবিশ্বে করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এমনকি আক্রান্ত এবং মৃত্যুতে থাকা যুক্তরাষ্ট্রের অবস্থাও খারাপ। করোনা থেকে বাঁচতে সচেতনতার পাশাপাশি মাস্ক ব্যবহারে সবাইকে আহবান করা হচ্ছে।

এরই অংশ হিসেবে এবার ভাইরাসটি থেকে রেহাই পেতে সচেতনতা তৈরি করতে এগিয়ে এসেছে ফেসবুকও।

সিএনবিসি জানায়, মাস্ক পরার জন্য মানুষকে উৎসাহিত করবে ফেসবুক ও তার মালিকানাধীন ইনস্টাগ্রাম। বৃহস্পতিবার ফেসবুক কর্তৃপক্ষ বিষয়টি জানিয়েছে।  

ব্যবহারকারীরা ফেসবুকের মূল সাইটের পাশাপাশি ইনস্টাগ্রামে নিজেদের ফিডের ওপর একটি সতর্কবার্তা দেখতে পাবে।যেখানে মাস্ক পরায় উৎসাহ দেওয়া হবে এবং ব্যবহারকারীকে এ সংক্রান্ত  তথ্য দিতে সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সাইটে পাঠানো হবে।

যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ বাড়তে থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমটি এ সিদ্ধান্ত নিয়েছে। দেশটিতে এখন পর্যন্ত প্রায় ২৯ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এর আগেই করোনা সংক্রান্ত পদক্ষেপ নিয়েছিল ফেসবুক। জানুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাভাইরাসকে মহামারি হিসেবে ঘোষণা করার পর ফেসবুক এ সম্পর্কিত ভুয়া তথ্য মুছে ফেলার সিদ্ধান্ত নেয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়