Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৭ অক্টোবর ২০২৫,   কার্তিক ১২ ১৪৩২

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২২:২৯, ১৩ জুলাই ২০২০

বাজারে এলো ক্যাননের দুটি নতুন মডেলের ক্যামেরা

বাজারে এসেছে ক্যানন ‘আর’ সিরিজের দুটি নতুন মডেলের ক্যামেরা। যার মধ্যে একটি ‘ইওএস আর-৫’ যা ইতোপূর্বে পরীক্ষামূলক হিসেবে বাজারে ছাড়া হয়েছিল। আরেকটি মডেল হলো ইওএস আর-৬। 

জিএসএম অ্যারেনা জানায়, ইওএস আর -৫ মডেলে রয়েছে ৪৫ মেগাপিক্সেল ফুল ফিল্ম সেন্সর এবং এইট-কে’র ভিডিও রেকর্ডিং ব্যবস্থা। আর ৪৫ মেগাপিক্সেলের সিমওএস সেন্সরটি পরিচালিত হবে ডিআইজিআইসি-এক্স ইমেজ প্রসেসরের মাধ্যমে। আবার এইট-কেতে ভিডিও করতে না চাইলে ফোর-কেতে ১২০ এফপিএস-এ ভিডিও করা যাবে এই ক্যামেরা দিয়ে।

ইওএস আর-৫ মডেলে রয়েছে ৩ দশমিক ২ ইঞ্চি এবং ২ দশমিক ১ মিলিয়ন ডট প্যানেলের নতুন টাচ ডিসপ্লে এবং ভিউফাইন্ডার। এর ইলেক্ট্রনিক ভিউ ফাইন্ডারে রয়েছে ০ দশমিক ৫ ইঞ্চি ওএলইডি ৫ দশমিক ৭৬ মিলিয়ন ডট এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট। মডেলটির ব্যাটারির আকৃতি আগের মতো হলেও ক্ষমতা ১৫ শতাংশ বেশি।

ইওএস আর-৬ মডেলটি সংখ্যার দিক দিয়ে ওপরে হলেও ইওএস আর -৫ মডেলের তুলনায় সাশ্রয়ী। ডিজাইন ও ফিচার একই রকম। এতেও রয়েছে দুইটি মেমরি স্লট।

ইওএস আর-৫ মডেলটির শুধু ক্যামেরার দাম তিন হাজার ৮৯৯ ডলার। আর ইওএস আর -৬ মডেলটির ক্যামেরার দাম দুই  হাজার ৪৯৯ ডলার।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়