Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৭ অক্টোবর ২০২৫,   কার্তিক ১২ ১৪৩২

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৩:১৬, ১২ আগস্ট ২০২০

ঝুঁকিতে ৩০ লাখ অ্যানড্রয়েড ব্যবহারকারী

কোয়ালকমের ডিজিটাল সিগন্যাল প্রসেসর চিপে (ডিসিপি) ৪০০ ত্রুটি পাওয়া গেছে। ফলে ঝুঁকিতে আছে ৩০ লাখ অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারী। এই ত্রুটি খুঁজে পেয়েছে চেক পয়েন্ট সিকিউরিটির রিসার্চাররা।

চেক পয়েন্টের রিসার্চাররা ডিসিপি চিপ টেস্ট করেছিল আর তাতে ত্রুটিযুক্ত ৪০০টি কোড পিস খুঁজে পেয়েছে। এই ত্রুটিগুলোর জন্য হ্যাকাররা বিনা কোনও ইউজার ইন্টারঅ্যাকশন ছাড়াই যে কোনও স্মার্টফোনের সাহায্যে নজরদারি করতে পারে। এই ত্রুটিগুলোর সাহায্যে হ্যাকাররা ইউজারের ফোনে থাকা ছবি, ভিডিও, কল রেকর্ডিং, রিয়েল টাইম মাইক্রোফোন ডেটা, জিপিএস আর লোকেশনের ডেটা অ্যাকসেস পেয়ে যায়।

বাজারে যত অ্যান্ড্রয়েড স্মার্টফোন রয়েছে তার মধ্যে ৪০% স্মার্টফোনে কোয়ালকম চিপ ব্যবহৃত হয়। এই চিপ সব দামের ফোনের মধ্যেই পাওয়া যায়। শুধু এটা নয়, গুগল, স্যামসাং, এলজি, শাওমিসহ আরও বিভিন্ন প্রিমিয়াম স্মার্টফোনে এই কোয়ালকম চিপ ব্যবহার হয়ে থাকে।

কোয়ালকমের এই ত্রুটিগুলো সামনে আসার পরে সতর্কতা জারি করা হয়েছে। ফোন নির্মাতারা নতুন আপডেট দিয়ে এই ত্রুটিগুলোকে দূর করতে পারবে।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়