Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৭ অক্টোবর ২০২৫,   কার্তিক ১২ ১৪৩২

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৬, ১২ আগস্ট ২০২০

লাখ লাখ ভুয়া পোস্ট সরিয়েছে ফেসবুক

ফেসবুক সম্প্রতি জানিয়েছে, চলতি বছরের ২য় ত্রৈমাসিক সময় পর্যন্ত প্রায় সোয়া ২ কোটিরও বেশি হিংসাত্বক কথা সরিয়ে ফেলেছে ফেসবুক। যা প্রথম ত্রৈমাসিক সময়ে প্রায় ১ কোটি ছিল। কয়েক মাসে করোনাভাইরাস নিয়ে ৭০ লাখের বেশি ভুয়া পোস্ট সরিয়েছে। ফেসবুক ৮৭ লাখেও বেশি ‘জঙ্গীবাদ’ সম্পর্কিত সংগঠনগুলোর পোষ্ট সরিয়ে ফেলেছে।

মঙ্গলবার ৬ষ্ঠ কমিউনিটি স্ট্যান্ডার্ড এনফোর্সমেন্টের তথ্য বিবরণী নিয়ে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফেসবুক। খবর রয়টার্সের।

টেক্সট ফিল্টারিং টেকনোলজির উন্নতির কারণে এই উন্নতির সম্ভব হয়েছে বলে দাবি ফেসবুকের।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুক কর্তৃপক্ষ করোনার বিভিন্ন ভুয়া পথ্য নিয়ে পোস্ট ডিলিট করে দিয়েছে। আর এটি করতে তারা ২০১৮ সালের কমিউনিটি স্ট্যান্ডার্ডের নিয়ম প্রয়োগ করেছে। মূলত ভুয়া পোস্টসূমহ নিয়ন্ত্রণ করতে এবং ভিত্তিহীন তথ্যের প্রচার বন্ধে ২০১৮-তে এই কমিউনিটি স্ট্যান্ডার্ড নিয়ে আসে ফেসবুক।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়