Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৭ অক্টোবর ২০২৫,   কার্তিক ১২ ১৪৩২

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১১:০৫, ১৩ আগস্ট ২০২০

ভূমিকম্পের অ্যালার্ট দেবে অ্যান্ড্রয়েড স্মার্টফোন

গুগলের অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকলেই এবার আগে মিলবে ভূমিকম্পের সতর্কতা। ভূমিকম্পের অ্যালার্ট দেবে গুগলের অ্যান্ড্রয়েড স্মার্টফোন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে চালু হয়েছে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের এই অত্যাধুনিক ফিচারটি। এ ধারাবাহিকতায় একদিন হয়তো অ্যান্ড্রয়েড ফোন ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারবে- এমন প্রত্যাশার কথাও শুনিয়েছে গুগল।

ক্যালিফোর্নিয়ার সংশ্লিষ্ট প্রশাসন ও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করে ফিচারটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে যুক্ত করেছে গুগল। এতে একটি নির্দিষ্ট স্থানের সব ফোনে ভূমিকম্পের অ্যালার্ট পাঠানো হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জনপ্রিয় সার্চ ইঞ্জিনটির কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্প হতে চলেছে এ খবর আগেই নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে অ্যান্ড্রয়েড ইউজারদের কাছে।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়