Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৭ অক্টোবর ২০২৫,   কার্তিক ১২ ১৪৩২

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৪, ১৬ আগস্ট ২০২০

কানাডা সরকারের অনলাইন সার্ভিসে সাইবার হামলা!

ফাইল ছবি

ফাইল ছবি

কানাডা সরকারের অনলাইন সার্ভিসে সাইবার হামলা হয়েছে। তাদের কয়েক হাজার ইউজার অ্যাকাউন্ট বেহাত হয়ে গেছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এই সাইবার হামলার টার্গেটে পরিণত হয় ‘জিসিকী সার্ভিস’। এই প্ল্যাটফর্ম ব্যবহার করে সরকারি অনেক কার্যক্রম পরিচালনা করে থাকে কানাডার ৩০টি ফেডারেল সরকার ও দেশটির রেভিনিউ এজেন্সি।

কানাডার সচিবালয়ের ট্রেজারারি বোর্ড শনিবার এক বিবৃতিতে এই সাইবার হামলার কথা জানায়। তাতে বলা হয়, জিসিকী সার্ভিসের ৯ হাজার ৪১ জন ব্যবহারকারীর অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড হ্যাকড হয়েছে। বারবার চেষ্টা করেও অ্যাকাউন্টগুলো দিয়ে কাজ করা যাচ্ছিল না।

হামলার শিকার সবগুলো অ্যাকাউন্ট বাতিল করে দেওয়া হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, কানাডা রেভিনিউ এজেন্সির প্রায় সাড়ে ৫ হাজার অ্যাকাউন্ট সাইবার হামলায় আক্রান্ত হয়েছিল। করদাতাদের তথ্য সুরক্ষার জন্য এসব অ্যাকাউন্টে প্রবেশ বাতিল করা হয়েছে।

সাইবার হামলার এই ঘটনা তদন্ত করে দেখছে কানাডা সরকার ও ফেডারেল পুলিশ। কোনো ক্ষেত্রে গোপনীয়তা রক্ষার প্রক্রিয়ায় কোনো ব্যাঘাত ঘটেছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়