Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৭ অক্টোবর ২০২৫,   কার্তিক ১২ ১৪৩২

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১১:৪২, ২৫ আগস্ট ২০২০

দুই ডিসপ্লেযুক্ত ট্যাব আনছে মাইক্রোসফট

প্রযুক্তির বাজারে মাইক্রোসফট এবার নিয়ে আসছে দুই ডিসপ্লের ট্যাব। এটি মাইক্রোসফটের সারফেস ডুয়ো। এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলবে। ট্যাবে থাকছে ৬ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। ডুয়ো ট্যাবের দুটি ডিসপ্লের প্রত্যেকটি ৫.৬ ইঞ্চি আকারের। এতে ওলিড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই ডিসপ্লেতে আছে গরিলা গ্লাস প্রোটেকশন। ট্যাবটি খুললে দেখতে ছোট বইয়ের মতো লাগবে। এই ট্যাবের দুটি ডিসপ্লেকে স্ট্রেচ করলে ৮.২ ইঞ্চির পিক্সেল সেন্স ফিউশন ডিসপ্লে পাওয়া যাবে। এতে দেওয়া হয়েছে স্টাইলাস পেন। ট্যাবটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসরের সঙ্গে এসেছে।

ট্যাবে রয়েছে এফ/২.০ অ্যাপারচারসহ ১১ মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এই ক্যামেরায় ওআইএস, লো লাইট অপটিমাইজেশন, এইচডিআর, ৭ এক্স জুম, ৪ কে ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে। এই ট্যাবে দেওয়া দুটো ব্যাটারি একসঙ্গে করলে ব্যাটারি ক্যাপাসিটি হবে ৩,৫৭৭ এমএএইচ। এই ব্যাটারি ১০ দিনের স্ট্যান্ডবাই ও ১৫.৫ ঘণ্টার ভিডিও প্লেব্যাক দেবে।

ধারণা করা হচ্ছে মাইক্রোসফটের দুই ডিসপ্লের এই ট্যাব বাজারে আসবে সেপ্টেম্বর মাস নাগাদ। দাম হবে ১,৩৯৯ ডলার।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়