Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৭ অক্টোবর ২০২৫,   কার্তিক ১২ ১৪৩২

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৪:১২, ২৫ আগস্ট ২০২০

অ্যাপলের নামে মামলা করল মাইক্রোসফট

অ্যাপলের ডেভলপার টুল থেকে ‘ফোর্টনাইট’ গেম নির্মাতাদের সরিয়ে দিলে মাইক্রোসফটের গেম ব্যবসায় লোকসান হবে জানিয়ে অ্যাপলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মাইক্রোসফট।
রোববার (২৩ আগস্ট) মার্কিন আদালতে এ মামলা দায়ের করা হয়ে। সেখানে এসব তথ্য  নথিতে উল্লেখ করা হয়। রয়টার্সের একটি প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

এর আগে, অ্যাপল স্টোর থেকে গেমটি কেনার ক্ষেত্রে গ্রাহকের প্রদত্ত বিলের লেনদেনের ক্ষেত্রে অ্যাপলের শর্ত অমান্য করায় অ্যাপ স্টোর থেকে এ গেমটি সরিয়ে দেয় প্রতিষ্ঠানটি। এপিক গেমের পক্ষ থেকে জানানো হয়েছে, গেমের গ্রাফিক্সের মান বাড়ানোর জন্য এপিক গেমের ব্যবহৃত “আনরিয়েল ইঞ্জিন”-এর লাইসেন্স থাকা স্বত্বেও অ্যাপল টুলটির ব্যবহার থেকে বঞ্চিত করার হুমকি দিয়েছে অ্যাপল।

মাইক্রোসফটের গেমিং ডেভেলপার এক্সপেরিয়েন্সের জেনারেল ম্যানেজার ক্যাভিন গ্যামিল বলেন, মাইক্রোসফট বড় পরিসরে অ্যাপলের এই আনরিয়েল ইঞ্জিনের লাইসেন্স নিয়ে রেখেছে। এপিক গেমসের ভাইস প্রেসিডেন্ট নিকোলাস পেনওয়ার্ডেন জানান, ডেভেলপার অ্যাকাউন্ট থেকে যেন এপিক গেমসকে সরিয়ে না দেওয়া হয় তার জন্য আদালতের আদেশ জারির অপেক্ষায় আছে কোম্পানিটি।

অন্যদিকে অ্যাপল জানিয়েছে, যদি এপিক গেমস তাদের অ্যাপ স্টোর থেকে অ্যাপ কেনাবেচার ক্ষেত্রে প্রদত্ত বিলের নীতিমালা সংশোধন করে তাহলে মত পাল্টাবে অ্যাপল।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়