Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১২ ডিসেম্বর ২০২৫,   অগ্রাহায়ণ ২৮ ১৪৩২

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৫, ২ সেপ্টেম্বর ২০২০

পাবজিসহ আরও ১১৮ চীনা অ্যাপ নিষিদ্ধ করল ভারত

পাবজিসহ আরও ১১৮ চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। ভারতে এই অ্যাপগুলি আর ডাউনলোড করা যাবে না। কাজ করবে না ডাউনলোড করা অ্যাপও। এই নিয়ে সব মিলিয়ে ২২৪ চীন অ্যাপ নিষিদ্ধ হলো ভারতে।

প্রথম ধাপে টিকটক-সহ ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করে ভারত। এছাড়া জানা যায়, আরও ২৫০ টি চীনা অ্যাপ নজরদারিতে রেখেছে দেশটি।

ভারতের কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, এই সব অ্যাপ এমন কাজকর্মে লিপ্ত, যা ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, প্রতিরক্ষা, নিরাপত্তা এবং জনস্বার্থের পরিপন্থী। কোটি কোটি ভারতীয় মোবাইল ও ইন্টারনেট ব্যবহারকারীর নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, সমাজের বিভিন্ন স্তর থেকে পাবজির মতো কিছু অ্যাপের বিরুদ্ধে গ্রাহকদের তথ্য হাতিয়ে নেওয়া, সেই তথ্যের অপব্যবহার-সহ নানা অভিযোগ উঠছিল। তা ছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাইবার ক্রাইম শাখা থেকেও এই অ্যাপগুলি ব্লক করার সুপারিশ করা হয়েছিল।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়