Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৭ অক্টোবর ২০২৫,   কার্তিক ১২ ১৪৩২

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৪:১১, ৩ সেপ্টেম্বর ২০২০

যে কারণে ভারতে নিষিদ্ধ হয়েছে ১১৮ অ্যাপ

ভারতে নিষিদ্ধ করা হয়েছে পাবজি, উইচ্যাটসহ ১১৮ টি অ্যাপ। ইতোমধ্যেই তথ্য ও প্রযুক্তি মন্ত্রীর পক্ষ থেকে তালিকা প্রকাশ করা হয়েছে।

এসব অ্যাপগুলিতে ভারতের সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে বলে দাবি করা হয়েছে। এতে রয়েছে বাইডু অ্যাপ, যা যথেষ্ট জনপ্রিয়। এছাড়া রয়েছে ক্যামকার্ড, সুপার ক্লিন, লুডো ওয়ার্ল্ড।

এর আগে, গালওয়ানে চীন-ভারত সংঘাতের পর ব্যান করে দেওয়া হয়েছিল ৪৭টি অ্যাপ। যার মধ্যে ছিল হেলো, টিকটক, বুউটি প্লাসের মতো জনপ্রিয় চীনা অ্যাপ। ওই সব অ্যাপের মাধ্যমে চীনের সার্ভারে ডেটা চলে যাচ্ছিল বলে অভিযোগ ওঠে ভারতের পক্ষ থেকে।

ভারত-চীন সংঘাতের পরই এক ধাক্কায় ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করে দেয় মোদি সরকার। কেন্দ্রের অভিযোগ ছিল, এই ৫৯টি অ্যাপ ভারতের ব্যবহারকারীদের তথ্য চুরি করছে। অ্যাপ ব্যবহারকারীর নাম, ঠিকানা, সোশ্যাল মিডিয়ার পোস্ট, নানারকম গুরুত্বপূর্ণ তথ্যের উপর গোপনে নজরদারি চালায় এই অ্যাপগুলি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়