Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৭ অক্টোবর ২০২৫,   কার্তিক ১২ ১৪৩২

ডেস্ক নিউজ

প্রকাশিত: ২০:২০, ৩ সেপ্টেম্বর ২০২০

সস্তায় ৫জি ফোন পাওয়ার সম্ভাবনা

প্রযুক্তি জগতের শীর্ষস্থানীয় চিপসেট প্রস্তুতকারক প্রতিষ্ঠান কোয়ালকম নতুন একটি প্রসেসর প্রকাশ করেছে। যার মাধ্যমে নতুন প্রজন্মের ৫জি ফোনের দাম কমিয়ে রাখা সম্ভব হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

আইএফএস কনফারেন্সে কোয়ালকম বিভিন্ন প্রযুক্তির একাধিক প্রসেসর আনার কথা জানিয়েছে। এর মধ্যে একটি স্ন্যাপড্রাগন ৮সিএক্স জেন২। এটি কম্পিউটারের জন্য যেমন ব্যবহার করা যাবে, তেমনি ৫জি স্মার্টফোনের জন্যও করা যাবে।

কোয়ালকমের এই সিরিজের চিপসেট আগে যত ফোনে ব্যবহার করা হয়েছে, সবগুলোর দাম সাধারণের নাগালে ছিল।

কোম্পানিটি জানিয়েছে, ৫জি ফোনের জন্য তাদের চিপসেট বাজারে আসবে ২০২১ সাল থেকে।

২০২০ সালের নতুন ফোনের বাজারে ৫জি ডিভাইস নিয়ে অনেক আলোচনা ছিল। কিন্তু এই প্রযুক্তির ফোন করোনার কারণে সেইভাবে বাজারে আসেনি।

২০১৯ সালে ৫জি যাত্রা শুরু করলেও তেমন একটা প্রচলন শুরু হয়নি। কয়েকটি দেশের নির্দিষ্ট কিছু শহরে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে। গত বছর ৫জির যেসব ফোন দেখা গেছে তার অধিকাংশ ডিভাইস ছিল প্রিমিয়াম মডেলের। দাম যেমন বেশি, তেমনি ৫জি নেটওয়ার্ক ব্যবহার করা গেছে কিছু শর্ত মেনে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়