Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৭ অক্টোবর ২০২৫,   কার্তিক ১২ ১৪৩২

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৫:৪০, ৪ সেপ্টেম্বর ২০২০

৪ ঘণ্টার চার্জে ১০০ কি.মি. ছুটবে এই বাইক

পেট্রোল-ডিজেল লাগে না বলে ইলেকট্রিক গাড়ির প্রতি আগ্রহ বাড়ছে বিশ্বজুড়ে। তার মধ্যে ইলেকট্রিক বাইকের চাহিদা বেশি। ভারতে এই ধরণের বাইকের বড় বাজার আছে।

আর এই বিষয়টি মাথায় রেখে নতুন ইলেকট্রিক বাইক লঞ্চ করল হায়দরাবাদ ভিত্তিক ইলেকট্রিক গাড়ির স্টার্টআপ কোম্পানি অটোমোবাইল প্রাইভেট লিমিটেড।

মধ্যবিত্ত মানুষের কথা মাথায় রেখেই অ্যাটাম ১.০ নামে ইলেকট্রিক বাইকটি বাজারে এনেছে কোম্পানিটি।

লিথিয়াম আয়ন ব্যাটারির দ্বারা চালিত এই বাইকের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২৫ কিলোমিটার। বাইকের এই লিথিয়াম আয়ন ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে ৪ ঘণ্টা।

অটোমোবাইলের দাবি, ব্যাটারি সম্পূর্ণ চার্জ হয়ে গেলে এই বাইক একটানা ১০০ কিলোমিটার পর্যন্ত ছুটতে পারবে।

ক্ল্যাসিক লুক, এলইডি লাইট, ইন্ডিকেটরের মতো প্রয়োজনীয় প্রায় সবকিছুই রয়েছে এই ইলেকট্রিক বাইকে। অটোমোবাইলের প্রায় তিন বছরের চেষ্টায় তৈরি এই ইলেকট্রিক বাইকের দাম মাত্র ৫০ হাজার রুপি, বাংলাদেশি মুদ্রা যা সাড়ে ৫৭ হাজার টাকার কিছু বেশি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়