Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৭ অক্টোবর ২০২৫,   কার্তিক ১২ ১৪৩২

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৫:১৭, ৬ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৫:২২, ৬ সেপ্টেম্বর ২০২০

আত্মহত্যার ভিডিও ব্লক করল ফেসবুক

দীর্ঘদিন ধরে অসুস্থ। বিছানা থেকে ওঠার শক্তি নেই। ওদিকে মৃত্যুও হচ্ছে না। ডাক্তার জানিয়েছেন, ওষুধ-খাবার বন্ধ করলে তবেই মারা যাবেন। এমন পরিস্থিতিতে দিন কাটানো ফ্রান্সের এক ব্যক্তি ‘আরামের মরণের’ দাবি আদায়ে ফেসবুকে আত্মহত্যার লাইভ করতে চেয়েছিলেন। কিন্তু ফেসবুক আটকে দিয়েছে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, আলাইন কোক্ক নামের ৫৭ বছর বয়সী ওই ব্যক্তি শুক্রবার সন্ধ্যায় খাওয়া ছেড়ে দেন। নেননি কোনো ওষুধও। এরপর লাইভে যান। তার অবস্থা এমন, সারা জীবন ওষুধ খেয়ে গেলেও আর ভালো হবেন না।

ফ্রান্সে স্বেচ্ছায় মৃত্যু নিষিদ্ধ। কিন্তু আলাইন এভাবে বাঁচতে চান না। তাই প্রেসিডেন্টের কাছে আবেদন করেছিলেন, যেন তাকে মৃত্যুর অনুমতি দেয়া হয়। কিন্তু সরকার তার আবেদনে সাড়া দেয়নি।

ফেসবুক ভার্জকে ইমেইলের মাধ্যমে জানিয়েছে, ‘আলাইনের প্রতি আমাদের সমবেদনা। কিন্তু আমরা এভাবে আত্মহত্যার লাইভ সম্প্রচার করতে পারি না। তাই তার ভিডিও ব্লক করা হয়েছে।’

ফ্রান্সের গণমাধ্যম জানিয়েছে, ফেসবুক ভিডিও ব্লক করলেও অন্য উপায়ে নিজের মৃত্যুর লাইভ করতে চান আলাইন। এ জন্য তিনি নতুন উপায় খুঁজছেন।

আলাইনের আশা, তার মৃত্যুর পর ফ্রান্স সরকার অন্যদেরও গণতান্ত্রিক অধিকারে স্বেচ্ছায় মৃত্যুবরণের অনুমতি দেবে।

আইনিউজ/এসপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়