Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৭ অক্টোবর ২০২৫,   কার্তিক ১২ ১৪৩২

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৭:০৩, ৭ সেপ্টেম্বর ২০২০

হোয়াটসঅ্যাপ ক্র্যাশ করছে ভুতুড়ে মেসেজে

কোনো অক্ষর বোঝার উপায় নেই। যে চিহ্নগুলো ব্যবহার করা হয়েছে তাও অদ্ভুত। বিশ্বজুড়ে অনেক ব্যবহারকারী তাদের হোয়াটসঅ্যাপে এমন মেসেজ পাচ্ছেন। অবাক করার বিষয় হলো মেসেজ আসার পরই অ্যাপ ক্র্যাশ করছে।

হোয়াটসঅ্যাপের নানা বিষয় নিয়ে খবর প্রকাশকারী ওয়েবসাইটে এই ধরনের বার্তাকে ‘বিপজ্জনক’ বলা হয়েছে। বিপজ্জনক এ কারণে মন দিয়ে পড়লে কিছুই বুঝতে পারবেন না ব্যবহারকারী। অন্যকে ফরোয়ার্ড করলে প্রেরক তার চ্যাট হিস্ট্রি হারাতে পারেন!

ব্রাজিলের অসংখ্য হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী জানিয়েছেন, মেসেজগুলো অনেক বড়।

ওয়াবেটাইনফো জানিয়েছে, হোয়াটসঅ্যাপও এগুলো ডিকোড বা মানে বের করতে পারছে না।

এই মেসেজের মাধ্যমে অ্যাপ হ্যাক হচ্ছে কি না, সে বিষয়ে এখনো কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।

এমন মেসেজ আসলে ওয়েব ভার্সন থেকে সেগুলো ডিলিটের পরামর্শ দিয়েছে ওয়াবেটাইনফো। যদি ডিলিট করার আগেই অ্যাপ অকেজো হয়ে যায়, তাহলে আন-ইন্সটল করতে হবে।

কয়েক জন ব্যবহারকারী জানিয়েছেন, ভার্চুয়াল বা ভিকার্ড থেকেও মেসেজগুলো আসছে।

আইনিউজ/এসপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়