Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৭ অক্টোবর ২০২৫,   কার্তিক ১২ ১৪৩২

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৪:৫২, ৯ সেপ্টেম্বর ২০২০

আইডি বন্ধ রাখলে অর্থ দেবে ফেসবুক!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে কিছু ফেসবুক এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারীর কাছে আইডি ডিঅ্যাক্টিভেটের প্রস্তাব আসছে। বিনিময়ে ব্যবহারকারীদের টাকা দেয়ার কথা বলা হচ্ছে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, এটি করা হচ্ছে মূলত একটি জরিপের জন্য। সামাজিক যোগাযোগমাধ্যম গণতন্ত্রের ওপর কীভাবে প্রভাব ফেলে সেটি বুঝতে এই জরিপ।

গত সপ্তাহের শুরুতে ফেইসবুক জানায়, তারা বাইরের গবেষক এবং জরিপকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে গণতন্ত্র এবং সামাজিক যোগাযোগমাধ্যমের সম্পর্ক বোঝার চেষ্টা করবে।

ফেসবুক বলছে, দুই থেকে চার লাখ ব্যবহারকারীকে জরিপে অংশ নেয়ার জন্য প্রস্তাব দেয়া হবে।

কিছু ব্যবহারকারীকে ফেসবুক সপ্তাহ প্রতি ১০ ডলার, ১৫ ডলার এবং ২০ ডলারের প্রস্তাব দিচ্ছে। আবার কয়েক জনকে ছয় সপ্তাহ আইডি বন্ধ রাখতে বলা হচ্ছে। সেক্ষেত্রে অর্থের পরিমাণ বেড়ে যাবে।

ফেসবুকের একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘যারা জরিপের শেষ পর্যন্ত আইডি বন্ধ রাখবেন, তাদের আমরা পে করবো। এটা একটা একাডেমিক গবেষণার অংশ।’

সামনের বছরের মাঝামাঝি ফলাফল প্রকাশ করা হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়