Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৭ অক্টোবর ২০২৫,   কার্তিক ১২ ১৪৩২

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৬, ১১ সেপ্টেম্বর ২০২০

টিকটকের ‘ডেডলাইন’ আর বাড়াবেন না ট্রাম্প

যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসা গোটাতে অথবা বিক্রি করতে বাইটড্যান্সকে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প। এবার এই ডেডলাইন না বাড়ানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

‘আমরা দেখব কী হয়। তারা চলে যায়, নাকি বিক্রি করে দেয়, ‘ মন্তব্য করে ট্রাম্প বৃহস্পতিবার বলেন,  ‘নির্ধারিত ডেডলাইনের পর আর সময় বাড়বে না। ২০ সেপ্টেম্বরের ভেতরেই তাদের এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।’

আমেরিকায় টিকটক নিষিদ্ধের তোড়জোড় শুরু হওয়ায় অ্যাপটির মালিকানাধীন চীনা কোম্পানি বাইটড্যান্স বেশ চাপে পড়েছে। ট্রাম্প সম্প্রতি টিকটকের বিরুদ্ধে নির্বাহী আদেশে সই করেন। আদেশে জানান, সেপ্টেম্বরের ভেতর বাইটড্যান্সকে তাদের টিকটক অ্যাপের ইউএস ভার্সন হয় বিক্রি করতে হবে, না হয় ব্যবসা গুটিয়ে ফেলতে হবে।

ট্রাম্পের দাবি, টিকটক চীন সরকারকে যুক্তরাষ্ট্রের তথ্য সরবরাহ করে।

মার্কিন গণমাধ্যম সিএনএনের দেয়া তথ্য মতে, চলতি বছরের প্রথম মাসে দেশটিতে ৩১৫ মিলিয়ন বার অ্যাপটি ডাউনলোড করা হয়েছে। মাত্র তিন মাসে এর আগে কোনো অ্যাপ এতবার ডাউনলোড হয়নি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়