Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৭ অক্টোবর ২০২৫,   কার্তিক ১২ ১৪৩২

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৪, ১৬ সেপ্টেম্বর ২০২০

ফেসবুক ‘অ্যাভাটার’ হয়ে উঠল বিরক্তির কারণ

সম্প্রতি বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য ফেসবুকে ‘অ্যাভাটার’ ফিচারটি অবমুক্ত করা হয়েছে। নতুন এ ট্রেন্ডে কাঁপছে সামাজিক মাধ্যম ফেসবুক।

মঙ্গলবার সকাল থেকে ফেসবুকের নিউজফিড ‘অ্যাভাটার’ মুখর হয়ে ওঠে। যেখানে সবাই নিজেকে কার্টুনে পরিণত করতে মত্ত হয়েছেন। সারাদিন ধরে এখন পর্যন্ত এই ট্রেন্ডে গা ভাসাচ্ছেন নেটিজেনরা।

জানা গেছে, গত মে মাসে যুক্তরাষ্ট্র ও কানাডার ব্যবহারকারীদের জন্য সর্বপ্রথম অ্যাভাটার ফিচার মুক্তি পায়। সেপ্টেম্বরে দক্ষিণ এশিয়ায় ফিচারটি অবমুক্ত করে ফেসবুক। এরপরই ফিচারটি ভাইরাল হয়ে পড়ে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এটি ফেসবুকের একটি নতুন বিনোদনের মাধ্যম যাতে নতুন করে আরো বেশি ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি নেই। তবে এমন ট্রেন্ডে বিরক্ত অনেকেই।

অনেকের মতে, আমরা সবকিছুকেই ট্রেন্ড বানিয়ে বিরক্তিকর পর্যায়ে নিয়ে যাচ্ছি। অ্যাভাটারের ট্রেন্ডটাও এমন। এখন আমরা ট্রেন্ডকে নিয়ন্ত্রণ করছি না, ট্রেন্ড আমাদের নিয়ন্ত্রণ করছে।

তবে অনেকে এর উল্টো মত দিয়েছেন। তাদের মতে এটিকে এতো গুরুতরভাবে নেয়ার কিছু নেই। এটা একটা নির্দোষ মজা। সময়ের স্রোতে এই ট্রেন্ড এসেছে আবার সময়ের স্রোতে চলে যাবে। ট্রেন্ডটিকে সহজ দৃষ্টিতেই দেখতে অনুরোধ করেছেন অনেকেই। করোনাকালে এই সময়ে ঘরবন্দি থেকে মানুষ অনেক কিছু নিয়েই মেতে উঠেছে। অ্যাভাটারও এমন একটি বিষয়। এগুলো মজা ছাড়া আর কিছুই নয়।

এ বিষয়ে সাইবার-৭১ এর পরিচালক আবদুল্লাহ আল জাবের হৃদয় বলেন, এই অ্যাভাটার ফিচারটি ফেসবুকের নিজস্ব একটি ফিচার যা সম্প্রতি চালু হয়েছে। এটি বেশ নিরাপদ। তথ্য চুরির সঙ্গে এখন পর্যন্ত এর কোনো সম্পর্ক নেই বলে জানা যাচ্ছে।

আইনিউজ/এসপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়