Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৭ অক্টোবর ২০২৫,   কার্তিক ১২ ১৪৩২

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৬, ২০ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৬:৫৮, ২০ সেপ্টেম্বর ২০২০

৩০ বছর পর দেশের আকাশে দেখা যাবে ‘নীল চাঁদ’

এবার রাতের আকাশে দেখা যাবে নীল চাঁদ, এমন বিরল ঘটনার সাক্ষী হতে চলছে পুরো বিশ্ব। এর নাম দেয়া হয়েছে ব্লু মুন বা নীল চাঁদ।

বিজ্ঞানীরা জানিয়েছে, এবার অক্টোবর মাসে দুইটি পূর্ণিমার দেখা মিলবে। এরমধ্যে ১ অক্টোবর পূর্ণিমা, আর ৩১ অক্টোবর আকাশে দেখা যাবে নীল চাঁদ।

৩০ বছরে এই প্রথমবার সারা পৃথিবী জুড়ে মানুষ একসঙ্গে দেখতে পাবেন ব্লু মুন বা নীল চাঁদ। প্রতি ১৯ বছর অন্তর এই বিরল ঘটনা ঘটে থাকে। এর আগে ২০০১ সালে এই বিরল ঘটনা ঘটেছিল। আর তারপরে ঘটবে ২০২০ সালে। আর তারপর এই বিরল ঘটনা দেখা যাবে ২০৩৯ সালে। 

সারা পৃথিবী জুড়ে এই ঘটনা মানুষ একসঙ্গে দেখেছিলেন ১৯৪৪ সালে। এরপর আর একসাথে সারা পৃথিবীর মানুষ দেখতে পাননি।

১৯৪৬ সালে স্কাই অ্যান্ড টেলিস্কোপ পত্রিকায় এক মাসের দ্বিতীয় পূর্ণচন্দ্রকে নীল চাঁদ আখ্যা দেয়া হয়। এ দৃশ্য বিরল বলেই ইংরেজি ভাষায় কোনো বিরল ঘটনার কথা বোঝাতে ‘ওয়ানস ইন অ্যা ব্লু-মুন’ প্রবাদটি ব্যবহার করা হয়। বেশিরভাগ বছরেই ১২টি পূর্ণিমা হয়। এই বছর নীল চাঁদের কারণে ২০২০-তে ১৩টি পূর্ণিমা আছে।

আইনিউজ/এসপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়