Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৭ অক্টোবর ২০২৫,   কার্তিক ১২ ১৪৩২

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৬, ২৩ সেপ্টেম্বর ২০২০

টিকটক-ওরাকলের চুক্তির অনুমোদন দেবে না চীন

মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানি ওরাকলের সঙ্গে চীনের টিকটক যে চুক্তি করেছে তা অনুমোদন দেবে না চীন সরকার। এই চুক্তিকে ‘নোংরা’ এবং ‘অন্যায্য’ মন্তব্য করে দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যমে বলা হয়েছে, চীন এটি মানবে না।

চীন বলছে, ‘এই চুক্তি হয়ে গেলে টিকটকের নিয়ন্ত্রণ চলে যাবে আমেরিকার হাতে।’

ওরাকলের সঙ্গে চুক্তি অনুযায়ী, চীনা কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন অ্যাপটি যুক্তরাষ্ট্রে টিকটক গ্লোবাল নামে কার্যক্রম চালাবে। তারা দেশটিতে ৫ বিলিয়ন ডলারের শিক্ষা তহবিল বিনিয়োগ করবে।

ট্রাম্প এতে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘তারা বড় একটি তহবিল দিতে যাচ্ছে। এই অবদানটিই আমি চেয়ে আসছিলাম।’

ট্রাম্প এই অনুমোদন না দিলে গত রোববার থেকে যুক্তরাষ্ট্রে টিকটক ডাউনলোড নিষিদ্ধ হয়ে যেত।

ট্রাম্পের দাবি, টিকটক চীন সরকারকে যুক্তরাষ্ট্রের তথ্য সরবরাহ করে। এমন আলোচনার ভেতর টিকটকের বিরুদ্ধে নির্বাহী আদেশে জানান, ১৫ সেপ্টেম্বরের মধ্যে বাইটড্যান্সকে তাদের টিকটক অ্যাপের ইউএস ভার্সন হয় বিক্রি করতে হবে, না হয় ব্যবসা গুটিয়ে ফেলতে হবে। এরপর ১৪ সেপ্টেম্বর ওরাকলের সঙ্গে চুক্তি করে টিকটকের ইউএস ভার্সন। তবে মালিকানা পুরোপুরি বিক্রি করেনি কোম্পানিটি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়