Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৭ অক্টোবর ২০২৫,   কার্তিক ১১ ১৪৩২

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৬, ২৬ সেপ্টেম্বর ২০২০

হুয়াওয়ের ৫জি গবেষণাগারে আগুন

সংগৃহীত

সংগৃহীত

চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের ৫জি গবেষণাগারে ভয়াবহ আগুনের ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এই গবেষণাগারটি অসমাপ্ত ছিল।

বিবিসি জানিয়েছ, দংগুয়ানের শিল্পাঞ্চল এলাকার একটি আলিশান রোডে শুক্রবার আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ১৪০ জন কর্মী কাজ করেন।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে আগুনের যে ভিডিও প্রকাশ করা হয়েছে তাতে দেখা গেছে, গানশান লেকের কাছে গোটা আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে।

হুয়াওয়ের মুখপাত্র এএফপিকে জানিয়েছে, আগুনের উৎস সম্পর্কে তারা এখনো কোনো ধারণা পাননি।

এই ভবনটি হুয়াওয়ের আরেকটি গুরুত্বপূর্ণ ল্যাবের কাছে হলেও দুর্ঘটনার সময় সেটি ব্যবহার করা হয়নি।

আমেরিকার সঙ্গে বাণিজ্যযুদ্ধ চলার ভেতর গবেষণাগারের এমন আগুন হুয়াওয়েকে আরও বিপদে ফেলবে। কারণ এই গবেষণাগার থেকেই তারা পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক তথা ৫জি নিয়ে গুরুত্বপূর্ণ কাজ করতে চেয়েছিল।

হুয়াওয়ে জানিয়েছে, ভবনটি স্টিলের নির্মাণ। খুব তাড়াতাড়ি ব্যবহার কারার উদ্দেশ্য ছিল। চীন সরকার এই ঘটনায় তদন্তের ঘোষণা দিয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়