Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৭ অক্টোবর ২০২৫,   কার্তিক ১১ ১৪৩২

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২১:২৮, ২৬ সেপ্টেম্বর ২০২০

নিজস্ব গেমিং চ্যানেল আনছে অ্যামাজন

লুনা (Luna) নামের নিজস্ব গেম-সার্ভিস আনছে অ্যামাজন। এর মাধ্যমে মাইক্রোসফটের প্রজেক্ট এক্স, গুগলের স্ট্যাডিয়া এবং জিফোর্সের মতো গেমিং সেবার সঙ্গে প্রতিযোগিতায় নামবে কোম্পানিটি।

লুনার মাধ্যমে মোবাইল, কম্পিউটার এবং টিভিতেও গেম খেলতে পারবেন ব্যবহারকারীরা। ডাউনলোড ছাড়া এবং ইনস্টল ছাড়াই অনলাইন অ্যাকাউন্টের মাধ্যমে খেলা যাবে গেম।

আপাতত শুধু মার্কিন নাগরিকেরা আগাম লুনা অর্ডার করতে পারবেন। দ্রুত অন্য দেশে আসবে।

একসঙ্গে দুটি ডিভাইসে লুনা চ্যানেল অ্যাকসেস করা যাবে। ৬কে রেজুলেশন এবং ৬-এফপিএসের মাধ্যমে। ব্লুটুথ কন্ট্রোলারের মাধ্যমেও লুনা'তে গেম খেলতে পারবেন ইউজার।

একাধিক প্ল্যাটফর্মে সাপোর্ট করবে লুনা। এর মধ্যে রয়েছে উইন্ডোজ টেনও। এছাড়া Fire TV স্টিক, ক্রোম ওয়েব ব্রাউজার, সাফারি (আইওএস ১৪ সাপোর্ট)’তে খেলা যাবে।

লুনাতে বেশ কয়েকটি গেম খেলা যাবে। তালিকায় রয়েছে: Resident Evil 7, The Surge 2, Panzer Dragoon, A Plague Tale: Innocence, GRID, ABZU, Brothers: A Tale of Two Sons।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়