Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৭ অক্টোবর ২০২৫,   কার্তিক ১১ ১৪৩২

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৫:০৭, ২৭ সেপ্টেম্বর ২০২০

গুগলের ২২তম জন্মদিনে স্টোর পণ্যে ২২ শতাংশ ছাড়

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল তাদের ২২তম জন্মদিন উপলক্ষে স্টোরের বিভিন্ন পণ্যে মাত্র একদিনের জন্য ২২ শতাংশ ছাড় দিয়েছে।

১৯৯৮ সালের ২৭ সেপ্টেম্বর স্ট্যানফোর্ডের দুই পিএইচডির ছাত্র বড় আকারের সার্চ ইঞ্জিন তৈরির ধারণা নিয়ে কাজ শুরু করেন। ল্যারি পেজ ও সের্গেই ব্রিনের সেই ধারণা প্রকল্পই আজকের গুগল। এটিই বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন এখন।

বিশ্বের বৃহত্তম ইন্টারনেট প্রতিষ্ঠানটি বিশেষ ডুডল তৈরি করে জন্মদিন উদ্‌যাপন করেছে।

তাদের স্টোর থেকে বাংলাদেশিরা অবশ্য সরাসরি পণ্য কিনতে পারেন না। এই অঞ্চলে তাদের পণ্য ডেলিভারির সেবা নেই। সেক্ষেত্রে বাংলাদেশ থেকে ওয়েবসাইটে ঢুকলে অঞ্চল পরিবর্তন করে ‘ভারত’ করতে হয়।

গুগল এবার তাদের ডুডলটি তৈরি করেছে চলমান করোনা মহামারীর থিমে। এ সময়ে যোগাযোগের জন্য ভিডিও কল গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অনেকেই গুগলের সেবা ব্যবহার করে ভিডিও কল করছেন। ডুডলে বড় জি অক্ষরটির সামনে ল্যাপটপে সেই ভিডিও কল করতে দেখা যাচ্ছে।

গুগল নামটি এসেছে গাণিতিক হিসাবের গোগল (googol) ভুল করে লেখার মাধ্যমে, যার মানে হলো ১ এর পর ১০০টি শূন্য।

এ নিয়ে এখন গল্প প্রচলিত আছে যে, একজন প্রকৌশলী বা ছাত্র আসল নামের বদলে এই ভুল বানানটি লিখেছিলেন। সেই ভুল নামই পুরো দুনিয়ার সামনে চলে আসে।

কেন এই নাম বেছে নিয়েছিলেন ল্যারি আর সের্গেই? তাদের ওয়েবসাইটে মানুষ বিপুল পরিমাণ উপাত্ত ঘাঁটাঘাঁটি, অনুসন্ধান করবে, সেটা এই নাম দিয়ে বোঝাতে চেয়েছিলেন তারা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়