Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৭ অক্টোবর ২০২৫,   কার্তিক ১১ ১৪৩২

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৫:০০, ৩০ সেপ্টেম্বর ২০২০

আমি করোনার ভ্যাকসিন নিতে চাই না: মাস্ক

ইলন মাস্ক

ইলন মাস্ক

করোনাকালে লকডাউনের বিরোধিতা প্রথম থেকেই করে আসছেন ইলন মাস্ক। এবারও করোনা নিয়ে ‘উল্টো সুর’ তুললেন। নিউইয়র্ক পোস্টের অনুষ্ঠানে বলেছেন, ভবিষ্যতে তিনি এই রোগের ভ্যাকসিন নেবেন না।

তিনি বলেছেন, ‘আমার কভিডের ঝুঁকি নেই। আমার বাচ্চাদেরও নেই। ভবিষ্যতে আমি এর ভ্যাকসিন নিতে চাই না। যাদের ঝুঁকি আছে, রোগটি না যাওয়া পর্যন্ত তাদের বাড়ি থাকা উচিত।’

করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই মাস্ক বিতর্কিত মন্তব্য করেন। চিকিৎসার ক্ষেত্রে ম্যালেরিয়ার ঔষধ হাইড্রক্সিক্লোরোকুইনের প্রচারণাসহ করোনাভাইরাসে মৃত্যুর ব্যাপারে প্রশ্ন তোলেন।

মার্চে ক্যালিফোর্নিয়ায় জারি হওয়া ঘরে থাকার নির্দেশনারও বিরোধিতা করে লকডাউনকে ‘জোরপূর্বক অবরুদ্ধ করণ ও ফ্যাসিবাদী’ বলে মন্তব্য করেন।

ক্যালিফোর্নিয়ার আলামেডা প্রদেশে অবস্থিত টেসলার কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হলে মাস্ক পুনরায় উৎপাদন কার্যক্রম শুরু করেন এবং জানান তিনি এ কারণে গ্রেপ্তার হতেও রাজি আছেন।

ধনকুবের বিল গেটসের সঙ্গেও মতবিরোধে জড়ান তিনি। গেটসকে আক্রমণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেন।

তখন গেটস বলেন, ‘মাস্ক ইলেকট্রিক গাড়ি বানাচ্ছে। রকেট বানাচ্ছে। সেগুলো ভালো চলছে। কিন্তু যা নিয়ে (টিকা) তিনি খুব বেশি কাজ করছেন না সে বিষয়ে মন্তব্য করা অনুচিত।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়