Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৭ অক্টোবর ২০২৫,   কার্তিক ১১ ১৪৩২

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২০:০৩, ১ অক্টোবর ২০২০

‘অনৈতিক কনটেন্টের’ কারণে টিকটক নিষিদ্ধ চান ইমরান

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতে নিষিদ্ধ হওয়ার পর যুক্তরাষ্ট্র যখন চীনের টিকটক অ্যাপ নিরাপত্তার কারণে বন্ধ করতে চাইছে, তখন পাকিস্তান তুলল ‘অনৈতিকতার’ অভিযোগ। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, টিকটকের মতো অ্যাপ বন্ধ করা উচিত।

পাকিস্তানের তথ্যমন্ত্রী শিবলি ফরাজ ইমরানকে উদ্ধৃত করে সাংবাদিকদের বলেন, সামাজিক ক্ষতির কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী এই অ্যাপ নিষিদ্ধের পরিকল্পনা করেছেন।

এই একই অভিযোগে সিঙ্গাপুর ভিত্তিক বিগোলাইভ অ্যাপ পাকিস্তান নিষিদ্ধ করেছে। টিকটককে তারা শেষবার সতর্ক করে ২১ জুলাই।

বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক পাকিস্তানে তৃতীয় সর্বাধিক ডাউনলোড হওয়া অ্যাপ। চলতি বছরেই এটি ৪.৬ মিলিয়ন বার ডাউনলোড হয়েছে।

তুমুল জনপ্রিয় এই অ্যাপটি নিয়ে পাকিস্তান সরকার বেশ চাপে আছে। জুলাই মাসে ৫০০টি অভিযোগ পড়ে অ্যাপটির নামে।

পাকিস্তান প্রশাসন জানিয়েছে, এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে।

পাকিস্তানে সম্প্রতি এক টিকটক ব্যবহারকারী তরুণী আরেক টিকটক ব্যবহারকারী যুবকের কাছে শারীরিক নির্যাতনের শিকার হন। টিকটকের মাধ্যমেই তাদের পরিচয়। ইমরান খানের নেতৃত্বাধীন সরকার এই ঘটনার সমালোচনা করে টিকটককে এক হাত নেয়।

ভারতে সম্প্রতি অ্যাপটি নিষিদ্ধ করা হয়। বিজেপি সরকার নিরাপত্তার অজুহাত দিলেও মূল কারণ রাজনৈতিক। যুক্তরাষ্ট্র সরকারও একই পথে হাঁটার চেষ্টা করছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়