Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৭ অক্টোবর ২০২৫,   কার্তিক ১১ ১৪৩২

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৪, ২ অক্টোবর ২০২০

এক্স-রে স্ক্যানে করোনা শনাক্তের টুল

ফাইল ছবি

ফাইল ছবি

এক্স-রে স্ক্যানের মাধ্যমে নভেল করোনাভাইরাস শনাক্ত করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যালগরিদম ব্যবহার করে একটি টুল তৈরি করেছেন মার্কিন বিজ্ঞানীরা।

নেচার কমিউনিকেশনস জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, এই স্ক্যানের সাহায্যে ৯০ শতাংশ নির্ভুল ফলাফল পাওয়া সম্ভব।

ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডার গবেষকেরা জানিয়েছেন, এক্স-রে স্ক্যানের সাহায্যে কভিড-১৯ এর পর্যবেক্ষণ গভীরভাবে করা যেতে পারে।

জার্নালটির দেয়া তথ্য অনুযায়ী, যাদের করোনার কোনো উপসর্গ নেই সিটি স্ক্যানের মাধ্যমে তাদেরও রোগ ধরা পড়বে।

এক্স-রে স্ক্যান বা সিটি স্ক্যান সাধারণত কভিড-১৯ রোগ শনাক্তের জন্য ব্যবহার করা হয় না। এভাবে পরীক্ষা করতে গেলে সাধারণ ইনফ্লুয়েঞ্জা মনে হতে পারে।

কিন্তু এই গবেষণায় বিজ্ঞানীরা জানিয়েছেন, তাদের অ্যালগরিদম সমস্যাটির সমাধান করতে পারবে। অর্থাৎ সাধারণ ইনফ্লুয়েঞ্জা এবং কভিড-১৯ রোগের পার্থক্য ধরতে পারবে।

এই গবেষণায় বিজ্ঞানীরা একটি কম্পিউটার অ্যালগরিদমকে কভিড-১৯ শনাক্তের উপযোগী করে ফুসফুস সিটি স্ক্যান করেন। চীন, জাপান এবং ইতালির ১২৮০ রোগীকে এখানে অন্তর্ভুক্ত করা হয়। এর মধ্যে ১ হাজার ৩৩৭ জনের করোনা ধরা পড়ে।

করোনা শনাক্তের জন্য পৃথিবীতে এখন পর্যন্ত যেসব পদ্ধতি ব্যবহার করা হচ্ছে তার মধ্যে পিসিআর টেস্টকে সবচেয়ে বেশি নির্ভুল বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়