Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৭ অক্টোবর ২০২৫,   কার্তিক ১১ ১৪৩২

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৬, ৪ অক্টোবর ২০২০
আপডেট: ১৫:০১, ৪ অক্টোবর ২০২০

মাস্ক পরা ‘মুচকি হাসির’ ইমোজি আনলো অ্যাপল

মাস্ক পরা ‘মুচকি হাসির’ ইমোজি

মাস্ক পরা ‘মুচকি হাসির’ ইমোজি

অ্যাপলের আইওএস ১৪.২ ভার্সনে নতুন কিছু ইমোজি এসেছে। বেটা ২’এর এই ইমোজিগুলো একটি কিছুটা পরিবর্তন করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি। মাস্ক পরা ইমোজি আগে যেখানে বিষণ্ন মুখে ছিল, এখন সে ‘মুচকি-মুচকি’ হাসছে।

নতুন ইমোজি আনার পর অ্যাপল জানিয়েছে, মাস্ক পরলেই যে মুখ গোমড়া করে থাকতে হবে এমন কোনো কথা নেই। মাস্ক পরেও আপনি হাসতে পারেন, খুশি থাকতে পারেন।

ইমোজিপিডিয়া জানিয়েছে, ‘নতুন এই ইমোজির চোখ দুটো নিচের দিকে। গালে লজ্জার ছোঁয়া।’

ইমোজিটি বেটা থেকে আইওএসের ১৪.২ ফুল ভার্সনে আসলে অন্যদেরও সেন্ড করা যাবে। তবে নন-অ্যাপল ব্যবহারকারীরা দেখতে পাবেন না। তারা আগের মতোই মাস্ক পরা সাধারণ ইমোজি দেখতে পাবেন।

স্যামস্যাং তাদের নিজস্ব ভার্সনে হাসিখুশি এই ইমোজিটি যোগ করেছে। আগে তাদেরও ভারাক্রান্ত মুখের ইমোজি ছিল।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, এটি অ্যান্ড্রয়েড ১১তেও আসতে পারে।

দুনিয়াজুড়ে এখন এ ধরনের ইমোজির ব্যাপক ব্যবহার হচ্ছে। এর কোনো দেশ-কাল-পাত্র বা বয়স ভেদ নেই। ২০১৫ সালে খোদ অক্সফোর্ড ডিকশনারি বর্ষসেরা শব্দগুলোর একটি হিসেবে ইমোজিকে ঘোষণা দেয়। হাসতে হাসতে দুই চোখ দিয়ে পানি ঝরছে, সেই ইমোজিটি হয়েছে বর্ষসেরা ‘শব্দ’! অর্থাৎ প্রতীককেই এখানে শব্দ ভাবা হয়েছে।

 ‘ইমোজি’ জাপানি শব্দ। প্রথম আবিষ্কারও হয়েছে জাপানে। ডোকোমো নামের ফোন কোম্পানির একজন প্রকৌশলী গ্রাহকদের সঙ্গে ভাবের আদান-প্রদানের সহজ উপায় হিসেবে ইমোজি তৈরি করেন। ইমোজির অর্থ হলো ‘ছবি চরিত্র’ (picture character)।

আইনিউজ/এসডিপি
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়