Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৭ অক্টোবর ২০২৫,   কার্তিক ১১ ১৪৩২

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৫:১৭, ১০ অক্টোবর ২০২০

গুগলের ভিডিও কলে ‘গ্রুপ স্টাডির’ সুযোগ

ফাইল ছবি

ফাইল ছবি

একসঙ্গে অনেক শিক্ষার্থী ভিডিও কলে যুক্ত হলে শিক্ষকদের যেমন অসুবিধা হয়, তেমনি অনেক শিক্ষার্থীও স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এই সমস্যার সমাধানে দলভিত্তিক আলোচনার সুযোগ দিতে ‘ব্রেকআউট রুমস’ নামের নতুন একটি ফিচার এনেছে গুগল মিট।

গুগল জানিয়েছে, এই ফিচারের মাধ্যমে ভিডিও কলে থাকা অবস্থায় শিক্ষার্থীরা ছোট-ছোট দলে ভাগ হতে পারবেন।

এই মুহূর্তে ফিচারটি বিশেষ পেইড গ্রাহকেরা পাচ্ছে না। বছরের শেষ দিকে অন্য ব্যবহারকারীরাও পাবেন।

গুগল জানিয়েছে, লকডাউনের সময় এই ধরনের একটি ফিচারের জন্য অনেক অনুরোধ এসেছে তাদের কাছে।

কল ক্রিয়েটর সর্বোচ্চ ১০০টি ব্রেকআউট রুম করতে পারবেন। অংশগ্রহণকারীরা বিভিন্ন রুমে ছড়িয়ে যেতে পারবেন। আয়োজক তাকে ম্যানুয়ালি মুভ করাবে। মডারেটররা এক রুম থেকে আরেক রুমে জাম্প করতে পারবেন।

ফিচারটি সব ‘এন্টারপ্রাইজ ফর এডুকেশন কাস্টমারের’ ডিভাইসে দ্রুত যাবে।

করোনার দিনগুলোতে ভার্চুয়াল আলাপচারিতার চাহিদা বাড়তে থাকায় গুগল তাদের মিট ভিডিও কলে কয়েক মাস ধরে নতুন-নতুন ফিচার যোগ করছে।

কয়েক মাস আগে কোম্পানিটি তাদের ভিডিও কলিংয়ের সেবা সবার জন্য উন্মুক্ত করে দেয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়