Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৭ অক্টোবর ২০২৫,   কার্তিক ১১ ১৪৩২

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৫:৩১, ১২ অক্টোবর ২০২০

ইউটিউবে সরাসরি কেনাকাটার সুযোগ

ফাইল ছবি

ফাইল ছবি

ইউটিউব ব্যবহারকারীদের সরাসরি কেনাকাটা করার সুযোগ দিতে নতুন ফিচার পরীক্ষা করে দেখছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল।

ব্লুমবার্গ জানিয়েছে, পৃথিবীর বৃহৎ এই ভিডিও সাইট সম্প্রতি ক্রিয়েটরদের ইউটিউব সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে তাদের ক্লিপে পণ্য ট্যাগ এবং ট্র্যাকের আহ্বান জানানো শুরু করেছে। এরপরে ডেটা অ্যানালেটিকসে লিংকড করা হবে।

ইউটিউবের একজন মুখপাত্র নতুন ফিচার পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নির্দিষ্ট কয়েকটি চ্যানেলে এই ফিচার পরীক্ষা করা হচ্ছে।

ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, যেসব পণ্য ভিডিওতে দেখা যাবে, তা ক্রিয়েটররা নিয়ন্ত্রণ করতে পারবেন।

করোনা মহামারীতে পণ্য বিক্রেতা প্রতিষ্ঠানগুলো গুগলে তুলনামূলক বিজ্ঞাপন কম দিচ্ছে। অন্যদিকে এ সময়ে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর ব্যবসা ভালো ছিল। তা ছাড়া ফেইসবুক ও ইনস্টাগ্রাম ই-কমার্সের জন্য নতুন নতুন সুবিধা আনতে থাকলেও গুগল এ বিষয়ে তেমন কোনো ফিচার আনেনি।

দীর্ঘদিন ধরেই গুগলের নির্বাহীরা ইউটিউবে ই-কমার্স সুবিধা সংযোজনের ইঙ্গিত দিয়ে আসছিলেন। গুগলের এক আয়োজনে সম্প্রতি প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই বলেছিলেন, ইউটিউবের হাজার হাজার আনবক্সিং ভিডিওগুলোতে হয়তো শিগগিরই কেনাকাটার সুবিধা যুক্ত হবে।

পুরো বিষয়টিকে ‘পরীক্ষামূলক’ মন্তব্য করে বাড়তি কোনো তথ্য দিতে রাজি হয়নি প্রতিষ্ঠানটি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়