Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৭ অক্টোবর ২০২৫,   কার্তিক ১১ ১৪৩২

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৬:১৬, ১৪ অক্টোবর ২০২০

কৃষ্ণাঙ্গ পরিচয়ে টুইটারে ট্রাম্পের ভুয়া সমর্থক!

ফাইল ছবি

ফাইল ছবি

কৃষ্ণাঙ্গ পরিচয়ে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে প্রচারণা চালানো বেশ কয়েকটি ফেক অ্যাকাউন্ট বাতিল করেছে টুইটার।

ওয়াশিংটন পোস্ট তাদের প্রতিবেদনে জানিয়েছে, ওই অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে নীতিমালা ভঙ্গের অভিযোগ এনেছে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানটি।

টুইটারের একজন মুখপাত্র সংবাদমাধ্যমটিকে বলেন, ‘আমাদের টিম এই বিষয়ে গভীর তদন্ত করছে। আমরা কোনোভাবেই টুইটারের নীতিমালা নষ্ট করতে চাই না।’

নভেম্বরের নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রে প্রযুক্তি কোম্পানিগুলো এমন নানা ধরনের কড়াকড়ি আরোপ করছে। আগের নির্বাচনে এমনটি দেখা যায়নি।

অনেক সাইবার গবেষণা প্রতিষ্ঠান কয়েক বছর ধরে বলছে, গত নির্বাচনে প্রযুক্তির এই ফেক কার্যক্রম কাজে লাগিয়ে ডোনাল্ড ট্রাম্প ভোটের আগে মানুষকে প্রভাবিত করেছেন।

এবার টুইটার বেশ আগে থেকেই পদক্ষেপ নেয়া শুরু করেছে। ট্রাম্পের ভিত্তিহীন লিংক সরানোর পাশাপাশি  কয়েকটি টুইট তারা মুছে দিয়েছে।

ফেইসবুক শুরুতে অতটা কড়াকড়ি আরোপ না করলেও এখন তারা পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিচ্ছে।

বিজনেস ইনসাইডার জানিয়েছে, ভুয়া টুইটার অ্যাকাউন্টগুলো থেকে আড়াই লাখের বেশি টুইট করা হয়েছে।

ট্রাম্পের প্রতিপক্ষরা বলছেন, ‘ক্ষতি ইতিমধ্যে হয়ে গেছে। ট্রাম্প তার বাহিনী দিয়ে এখন কৃষ্ণাঙ্গদের ভোট টানার চেষ্টা করছেন।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়