Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১২ ডিসেম্বর ২০২৫,   অগ্রাহায়ণ ২৮ ১৪৩২

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৪:২৩, ১৮ অক্টোবর ২০২০

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন

২২ লাখ বিজ্ঞাপন প্রত্যাখ্যান করল ফেসবুক-ইনস্টাগ্রাম

ফাইল ছবি

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটে ‘বিঘ্ন ঘটাতে পারে’ এমন প্রচেষ্টার ২২ লাখ বিজ্ঞাপন প্রত্যাখান এবং ১ লাখ ২০ হাজার পোস্ট সরিয়ে নিয়েছে ফেসবুক ও ইনস্টগ্রাম। রোববার প্রকাশিত এক সাক্ষাৎকারে তথ্য জানান ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট নিক ক্লেগ।

সাবেক ব্রিটিশ উপ-প্রধানমন্ত্রী ফরাসি সাপ্তাহিক জার্নাল ডু ডিম্যানচে পত্রিকাকে জানিয়েছেন, অনলাইনে ১৫ কোটি ভুয়া তথ্যের পোস্টের ব্যাপারে সতর্কতামূলক পোস্ট করা হয়।

ফেসবুক ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনকালের ঘটনার পুনরাবৃত্তি রোধ করার চেষ্টা করছে, ওই নির্বাচনে ট্রাম্প বিজয়ী হন। এসময় রাশিয়া থেকে ভোটার মেনিপুলেট করতে এই নেটওয়ার্ক ব্যবহার করা হয়।

ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসার জন্য ২০১৬ সালে অনুষ্ঠিত ব্রিটেনের গণভোটের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে।

ফেসবুকের গ্লোবাল এফেয়ার্স এবং কমিউনিকেশন বিষয়ক ভাইস প্রেসিডেন্ট ক্লিগ বলেন, “৩৫ হাজার কর্মী আমাদের প্লাটফরমের নিরাপত্তা এবং নির্বাচন সম্পর্কিত বিষয় তদারকির দায়িত্ব পালন করছে।”

তিনি বলেন, “তথ্য যাচাইয়ের জন্য ফ্রান্সের ৫ টি সহ ৭০ টি বিশেষ মিডিয়ার সঙ্গে আমরা অংশীদারিত্ব সম্পর্ক স্থাপন করেছি।”

আইনিউজ/এসডিপি
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়