Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৭ অক্টোবর ২০২৫,   কার্তিক ১১ ১৪৩২

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২২:২২, ২০ অক্টোবর ২০২০

এবার বদলে গেলো গুগল ড্রাইভের লোগো

সংগৃহীত

সংগৃহীত

অনলাইন পরিষেবাগুলোতে সম্প্রতি নানা ধরণের পরিবর্তন এনেছে টেক জায়ান্ট গুগল। জিমেইলের পর এবার বদলে গেছে গুগল ড্রাইভের লোগোও।

গুগল জানায়, জিস্যুট পরিবারের অ্যাপগুলোকে এবার গুগল ওয়ার্কস্পেস হিসেবে রি-ব্র্যান্ড করা হচ্ছে। তাই জিমেইলের পর গুগল ড্রাইভের লোগোতেও পরিবর্তন আনা হয়েছে।

জিমেইলের লাল খামের আইকনিক লোগোতে পরিবর্তন আনে গুগল। নতুন লোগোটি দেখতে ঠিক আগের মতোই ‘এম’ আকারের। তবে তাতে থাকছে প্রতিষ্ঠানটির কোর ব্র্যান্ড কালার্স মানে নীল, লাল, হলুদ এবং সবুজের সংমিশ্রণ।

গুগলের অন্যান্য প্রোডাক্ট যেমন গুগল ম্যাপ, গুগল ফটো, গুগল ক্রোম বা অন্য ফিচারগুলোর মতো দেখতে হয়েছে জিমেইলের এই নতুন লোগো।

ডেস্কটপের স্ক্রিনে, অ্যান্ড্রয়েডে ইতিমধ্যেই জিমেইলের ২০২০.১০.০৪.৩৩৭১৫৯৪০৮ ভার্সন দেখা গেছে। যাতে রয়েছে নতুন লোগো। অনেক ব্যবহারকারীর ডেস্কটপ স্ক্রিনে ভেসে উঠেছে গুগল ড্রাইভের নতুন লোগোও।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়