Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৭ অক্টোবর ২০২৫,   কার্তিক ১১ ১৪৩২

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৯, ৩১ অক্টোবর ২০২০
আপডেট: ১৫:৪৭, ৩১ অক্টোবর ২০২০

দিনে ১০ হাজার কোটি ম্যাসেজের আদান-প্রদান!

ফাইল ছবি

ফাইল ছবি

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে এখন প্রতিদিন ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ম্যাসেজ আদান-প্রদান হচ্ছে বলে জানিয়েছেন কোম্পানিটির সিইও মার্ক জাকারবার্গ।

ফেসবুকের মালিকানাধীন এই অ্যাপটিতে গত ইংরেজি নববর্ষে প্রথম এত ম্যাসেজ আদান-প্রদান হয়েছিল। লকডাউনের কারণে মাইলফলকটি এখন নিয়মিত পার করছে হোয়াটসঅ্যাপ।

খুদে বার্তা আদান-প্রদানের এই হিসাবে হোয়াটসঅ্যাপের থেকে অন্যরা অনেক পিছিয়ে। অথচ চার বছর আগেও ফেইসবুক মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপের যৌথ ম্যাসেজের সংখ্যা ছিল ৬০ বিলিয়নের মতো।

অ্যাপলের আইমেসেজ এবং ফেইসটাইমস হোয়াটসঅ্যাপ,-ফেসবুকের সঙ্গে পাল্লা দিতে চাইলেও পেরে উঠছে না। গত মে মাসে অ্যাপলের সিইও টিম কুক জানান, তাদের ম্যাসেজিং অ্যাপে বার্তা আদান-প্রদানের হিসাবে রেকর্ড হয়েছে। তবে প্রতিদিন ঠিক কতটি ম্যাসেজ আদান-প্রদান হচ্ছে তা ওই সময় তিনি জানাননি।

২০১৪ সালের শুরুতে হোয়াটসঅ্যাপে প্রতিদিন ৫ হাজার কোটি ম্যাসেজের আদান-প্রদান হতো। ওই সময় তাদের ব্যবহারকারী ছিল ৫০০ মিলিয়নের কিছু কম। সেই হোয়াটসঅ্যাপের এখন ভারতেই শুধু ২ বিলিয়ন ব্যবহারকারী!

হোয়াটসঅ্যাপের প্রধান কর্মকর্তা টুইটে বলেছেন, ‘চলতি বছর আমরা খুদে বার্তার ওপর বেশি নির্ভর করেছি। সেই নির্ভরতায় ভরসা দিয়েছে হোয়াটসঅ্যাপ।’

‘হোয়াটসঅ্যাপে এখন প্রতিদিন ১০০ বিলিয়ন ম্যাসেজের আদান-প্রদান হচ্ছে। এই অর্জনে আমরা গর্বিত।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়