Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৭ অক্টোবর ২০২৫,   কার্তিক ১১ ১৪৩২

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৬:১১, ৫ নভেম্বর ২০২০

বাজারে ফিরছে নকিয়া ৬৩০০ এবং ৮০০০

সংগৃহীত

সংগৃহীত

এক সময়ের জনপ্রিয় মুঠোফোন ব্র্যান্ড ছিল নকিয়া। পরবর্তীতে অ্যান্ড্রয়েড ও আইওএস বাজারে চলে আসায় নোকিয়ার এই জনপ্রিয়তা ধীরে ধীরে কমে যায়।

সম্প্রতি জানা গেছে, সংস্থাটি ৩১০ সহ বেশ কয়েকটি পুরোনো মডেলের রিব্র্যান্ডিং করেছে। সেই ধারাবাহিকতায় এবার নকিয়াপ্রেমীদের কাছে ফিরছে ৬৩০০ এবং ৮০০০ মডেল দুটি।

ফোন রিব্র্যান্ডিংয়ের আভাস মিলেছে স্ক্যান্ডিনেভিয়ান মোবাইল নেটওয়ার্ক অপারেটর ‘তেলিয়া’র ওয়েবসাইটে। নতুন করে ফিরে আসা এই ফোন দুটির নাম হতে পারে নকিয়া ৬৩০০ ৪জি এবং নকিয়া ৮০০০ ৪জি। এছাড়া আপাতত ফোন দুটির বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফোন দুটিতে থাকছে ওয়াইফাই কলিং সুবিধা।

উল্লেখ্য, স্টেইনলেস স্টিল বডির ৬৩০০ মডেলটি ছিল নকিয়ার তুমুল জনপ্রিয় ফোনগুলোর একটি। ২০০৬ সালে প্রথমবারের মতো বাজারে এসেছিল এই ফোন। তখনকার দিনে এর পেছনে ছিল ২ মেগাপিক্সেলের ক্যামেরা; এটি পরিচালিত হতো এস৪০ অপারেটিং সিস্টেমে।

সম্প্রতি নকিয়া তাদের ‘এক্সপ্রেস মিউজিক’ সিরিজের ফোন নকিয়া ৫৩১০ রিব্র্যান্ডিং করে বাজারে ছাড়ে। এই ফোনে এখনও রয়েছে ডেডিকেটেড মিউজিক কন্ট্রোল বাটন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়