Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৭ অক্টোবর ২০২৫,   কার্তিক ১১ ১৪৩২

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৪:২৫, ৬ নভেম্বর ২০২০

ট্রাম্পপন্থী গ্রুপ মুছে দিলো ফেসবুক

ফাইল ছবি

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পপন্থী একটি গ্রুপকে মুছে দিয়েছে ফেসবুক। জানা গেছে, এই গ্রুপে ট্রাম্পের কিছু সমর্থক সহিংস বক্তব্য দেয়ার পাশাপাশি ডেমোক্র্যাটদের ভোট চুরি করার ভিত্তিহীন দাবি করেছিল।

ফেসবুক কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার বিকেলে ‘স্টপ দ্য স্টিল’ নামে গ্রুপটি প্রতি ১০ সেকেন্ডে এক হাজার নতুন সদস্য যোগ করছিল এবং একদিনেই এর সদস্যসংখ্যা ৩ লাখ ৬৫ হাজারে দাঁড়ায়। গ্রুপটি ‘ভোটের অখণ্ডতা’ রক্ষার জন্য সোচ্চার হওয়ার ডাক দিয়েছিল।

ফেসবুকের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা এই গ্রুপের কিছু সদস্যের কাছ থেকে সহিংসতার জন্য উদ্বেগজনক ডাক দেখতে পেয়েছিলাম। আর সেজন্য গ্রুপটিকে আমরা ফেসবুক থেকে মুছে দিয়েছি।’

তিনি বলেন, তীব্র উত্তেজনার এই সময়ে এই ব্যতিক্রমী পদক্ষেপ আমাদের নিতে হয়েছে।

গ্রুপটির সমর্থকেরা ফেসবুকের এই পদক্ষেপের সমালোচনা করেছেন। তারা বলেছেন, তারা শান্তিপূর্ণ বিক্ষোভের আয়োজন করছিল। ফেসবুক গ্রুপটিকে সরিয়ে দেয়ার আগে কোনো সতর্ক করেনি।

গ্রুপের মুখপাত্র ক্রিস ব্যানন বলেন, তাদের রাজনৈতিক বিরোধীরাও নির্বাচনে ভোট চুরির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করছেন এবং বিক্ষোভের আয়োজন করছেন। তবে তারা আমাদের মতো সমস্যায় পড়েনি।

সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো যুক্তরাষ্ট্রের নির্বাচন সম্পর্কিত ভুল তথ্য ও সহিংসতার ব্যাপারে খুব কম ধৈর্যের পরিচয় দিয়েছে।

টুইটার বৃহস্পতিবার ট্রাম্পের সাবেক প্রচার ব্যবস্থাপক স্টিভ ব্যাননের একটি অ্যাকাউন্ট স্থগিত করেছে। টুইটারে শেয়ার করা একটি ভিডিওতে তিনি ট্রাম্পের অনুগত না থাকার জন্য এফবিআইয়ের পরিচালক ক্রিস্টোফার রে এবং যুক্তরাষ্ট্র সরকারের সংক্রমণ রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউচির শিরশ্ছেদের আহ্বান জানিয়েছিলেন। টুইটারের একজন মুখপাত্র বলেন, তাদের নীতি হচ্ছে সহিংসতাকে মহিমান্বিত না করা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়