Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৭ অক্টোবর ২০২৫,   কার্তিক ১১ ১৪৩২

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২১:৫৭, ১৫ নভেম্বর ২০২০

করোনায় আক্রান্ত ইলন মাস্ক

ইলন মাস্ক

ইলন মাস্ক

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন টেসলারের প্রধান নির্বাহী ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। তিনি নিজেই টুইট করে বলেছেন, ‘আমার ক্ষেত্রে উপসর্গ হচ্ছে—মৃদু ঠান্ডা লাগা।’

বৃহস্পতিবার ৪ বার র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে অংশ নিয়ে দুইবার ফল পজিটিভ এবং দুইবার নেগেটিভ এসেছে বলে দাবি করেছেন তিনি। আর তাই পরীক্ষার নির্ভরযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

ইলন মাস্ক বলেন, ভয়াবহ ভুয়া কিছু চলছে। চারবার কোভিড শনাক্তে পরীক্ষা করিয়েছি। দু্ইবার নেগেটিভ এসেছে, দুইবার পজিটিভ। একই যন্ত্র, একই পরীক্ষা, একই নার্স। এটা বিডি’র র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট!

এর আগে মহামারি করোনাভাইরাস নিয়ে বিশ্বজুড়ে শঙ্কার মধ্যেই মহাকাশ ভ্রমণ সংস্থা ‘স্পেসএক্স’ এর সিইও ইলন মাস্ক বলেছেন, করোনাভাইরাস নিয়ে আতঙ্ক হচ্ছে ‘অর্থহীন’।

তার এমন উদ্ভট মন্তব্যকে সেই সময়ে ‘ভীমরতি’ হিসেবেও আখ্যা দিয়েছেন অনেকে। চীন থেকে ছড়িয়ে পড়া কোভিড-১৯ ভাইরাসে এরইমধ্যে দেশটিতে বৈশ্বিক বেশ কিছু প্রযুক্তি প্রতিষ্ঠানও তাদের কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। এর মধ্যেই আরেকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান হয়ে তার এমন মন্তব্যে চটেছেন অনেকেই।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়