Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৬ অক্টোবর ২০২৫,   কার্তিক ১১ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৭, ২৭ নভেম্বর ২০২০

গুগলের ডুডলে মুনীর চৌধুরী

গুগলের ডুডলে মুনীর চৌধুরী

গুগলের ডুডলে মুনীর চৌধুরী

শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর জন্মদিন শুক্রবার। প্রখ্যাত এই লেখক ও নাট্যকার ১৯২৫ সালের ২৭ নভেম্বর মানিকগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তার প্রতি সম্মান দেখিয়ে সার্চ জায়ান্ট গুগল ডুডল প্রকাশ করেছে।

মুনীর চৌধুরীর জন্মদিনের প্রথম প্রহরে ডুডলটি প্রকাশ করে গুগল।

এতে দেখা যায়, গুগলের লোগোর মাঝখানে শহীদ মুনীর চৌধুরী খোলা বই হাতে। গায়ে শাল জড়ানো, চোখে মোটা কালো ফ্রেমের চশমা। এ উপলক্ষে গুগলের লোগোও বিশেষভাবে তৈরি করা হয়েছে। ছবির ওপরে ক্লিক করলে মুনীর চৌধুরীর ছবিসহ তার বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

মুনীর চৌধুরীর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে- রক্তাক্ত প্রান্তর, চিঠি, দণ্ডকারণ্য, পলাশী ব্যারাক ও অন্যান্য নাটক। রক্তাক্ত প্রান্তর নাটকের জন্য তিনি ১৯৬২ সালে বাংলা একাডেমি পুরস্কার পান।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাদের হাতে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অন্যতম শিকার ছিলেন মুনীর চৌধুরী। তখন তার বয়স ছিল মাত্র ৪৬ বছর।

গুগল বাংলাদেশের বরেণ্য ব্যক্তিত্ব ও বিশিষ্টজনদের জন্মদিন, মৃত্যুদিবস ও বিশেষ দিবসের স্মরণে ডুডল প্রকাশ করে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়