Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৬ অক্টোবর ২০২৫,   কার্তিক ১১ ১৪৩২

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২১:৪০, ১৩ ডিসেম্বর ২০২০

ম্যাকবুকে আসছে ফাইভ-জি মডেম

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইভ-জি মডেম নিয়ে দীর্ঘদিন গবেষণা করছিল মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। তবে কয়েক মাসের মধ্যেই ম্যাকবুকে ফাইভ-জি মডেম আসছে। এ মডেমের কারণে ব্যাটারি খরচ হবে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি।

অ্যাপলের হার্ডওয়্যার টেকনোলজির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনি স্রোজি নিজস্ব সেলুলার মডেম তৈরির তথ্যটি নিশ্চিত করেছেন।

ফাইভ-জি মডেম তৈরির কাজ গত কয়েক বছর ধরেই করছে ইন্টেল। তবে মডেম তৈরির প্রজেক্টে তারা সাফল্য পায়নি। কোয়ালকমও প্রথম বার ফাইভ-জি মডেম নির্মাণের সময় ডিভাইস গরম হয়ে যাওয়া ও ব্যাটারির খরচ নিয়ে সমস্যায় পড়েছিলো।

তাই কবে নাগাদ ফাইভ-জি মডেমসহ অ্যাপল ম্যাকবুক আনতে পারবে তা এখনই বলা যাচ্ছে না। এই প্রকল্প বাস্তবায়নে আরও কয়েক বছর সময় লাগতে পারে।

এর আগে প্রতিবারই ইন্টেল নাহয় কোয়ালকমের মডেম ব্যবহার করেছে অ্যাপল। এবার নিজেরাই মডেম উৎপাদন করবে বলে তাদের খরচও কমে আসবে। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়