Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৬ অক্টোবর ২০২৫,   কার্তিক ১১ ১৪৩২

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৮:৩২, ২২ ডিসেম্বর ২০২০

উত্তর গোলার্ধে বছরের ক্ষুদ্রতম দিন আজ

সূর্য মকরক্রান্তি রেখার উপর অবস্থান করায় উত্তর গোলার্ধে অবস্থিত দেশগুলোর বছরের দীর্ঘতম রাত ছিলো ২১ ডিসেম্বর (সোমবার) । সেই হিসেবে দক্ষিণ অয়নান্তের কারণে উত্তর গোলার্ধের দেশগুলোতে আজকের দিনটি বছরের ক্ষুদ্রতম দিন।

পৃথিবীর উত্তর মেরু সূর্য থেকে দূরে হেলে থাকায় ২১ ডিসেম্বরের দিবাগত রাত উত্তর গোলার্ধের দেশগুলোতে দীর্ঘতম রাত ২২ ডিসেম্বর ক্ষুদ্রতম দিন হয়ে থাকে। 

সাধারণত এই দিনের মধ্যে দিয়ে উত্তর গোলার্ধে শীতের এবং দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মের সূচনা হয়ে থাকে। উত্তর গোলার্ধে আজকে ক্ষুদ্রতম দিন হলেও দক্ষিণ গোলার্ধে অবস্থিত দেশগুলোর জন্য আজকের দিনটি বছরের সবচেয়ে দীর্ঘতম। 

পূর্ব তিমুর ও ইন্দোনেশিয়ার দক্ষিণ গোলার্ধের অঞ্চল ব্যতীত এশিয়া মহাদেশের বেশিরভাগ দেশই উত্তর গোলার্ধে পড়েছে। বাংলাদেশও উত্তর গোলার্ধের একটি দেশ। ফলে বাংলাদেশেও আজকের দিনটি বছরের ক্ষুদ্রতম দিন।

সূর্য নিরক্ষ রেখা অতিক্রম করার পর পৃথিবী তার কক্ষপথের দিকে যতো অগ্রসর হয়, উত্তর গোলার্ধ সূর্য থেকে দূরে সরে যেতে থাকে এবং দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে যায়। একারণেই উত্তর গোলার্ধে দিনের পরিধি কমতে থাকে এবং রাতের পরিধি বাড়তে থাকে। বিপরীতভাবে একই সময় দক্ষিণ গোলার্ধে দিনের পরিধি বৃদ্ধি পায় ও রাতের পরিধি কমতে থাকে। 

২১ জুন সূর্য কর্কট বৃত্তে অবস্থান করার কারণে দিনটি উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন ও দক্ষিণ গোলার্ধে ক্ষুদ্রতম দিন। এ ঘটনাকে বলা হয় সূর্যের উত্তর অয়নান্ত।

আইনিউজ/এইচএ

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়