Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৬ অক্টোবর ২০২৫,   কার্তিক ১১ ১৪৩২

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৪:৩০, ৭ জানুয়ারি ২০২১

বাতিল হচ্ছে ফেসবুকের ‘লাইক’ বাটন!

ফাইল ছবি

ফাইল ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ‘লাইক’ অপশন নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। জানা গেছে, শিগগিরিই যোগাযোগ মাধ্যমটির পাবলিক পেজে লাইক বাটন বাতিল করা হবে।

বুধবার এক ব্লগ পোস্টের মাধ্যমে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন অঙ্গনের তারকা, ব্যবসায়িক বা প্রাতিষ্ঠানিক পেজে লাইক দিয়ে পরবর্তী হালনাগাদ তথ্য পাওয়া যায়। নতুন করে সাজানোর পর আর সেই সুযোগ থাকবে না। সেক্ষেত্রে পেজের ফলোয়ার হলেই হালনাগাদ তথ্য পাবেন।

এখন থেকে ফেসবুকের পাবলিক পেজে শুধু ফলোয়ার সংখ্যা দেখা যাবে। নিউজফিডে সবাই নিজের মতামত জানাতে পারবেন। ভক্তদের সঙ্গে সেখানেই যোগাযোগ রাখতে পারবেন তারকারা।

এ ধরনের পরিবর্তনের ব্যাপারে ফেসবুক বলছে, আমরা লাইক বাটন সরিয়ে দিচ্ছি। গুরুত্ব দেয়া হচ্ছে ফলোয়ারদের দিকে।

ব্যবহারকারীরা যাতে তাদের প্রিয় পেজগুলোর সঙ্গে আরো সহজে যোগাযোগ রাখতে পারে তাই ফেসবুকের এমন উদ্যোগ।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়