Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১১ জুলাই ২০২৫,   আষাঢ় ২৭ ১৪৩২

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৩:২৮, ১৩ জানুয়ারি ২০২১

বন্ধ করা হলো ট্রাম্পের ইউটিউব চ্যানেল

ফাইল ছবি

ফাইল ছবি

উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক, টুইটারের অ্যাকাউন্ট ইতোমধ্যে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এবার বন্ধ করা হলো ট্রাম্পের ইউটিউব চ্যানেল।

মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, ট্রাম্পের চ্যানেল কমপক্ষে এক সপ্তাহ বন্ধ রাখা হবে।

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় ইউটিউব জানিয়েছে, চ্যানেলটি একটি স্ট্রাইক খাওয়ার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। নিষিদ্ধের সময় বাড়তে পারে।

ইউটিউবের একজন মুখপাত্র সিএনএন বিজনেসকে জানিয়েছেন, ট্রাম্পের চ্যানেলর একটি ভিডিও সহিংসতা উসকে দিয়েছে। ভিডিওটির বিস্তারিত না জানিয়ে ইউটিউব বলছে, ইতিমধ্যে সেটি সরানো হয়েছে।

ইউটিউব বিবৃতিতে বলেছে, ‘আমরা খতিয়ে দেখে মনে করেছি ট্রাম্পের ইউটিউব অ্যাকাউন্টের একটি বিশেষ ভিডিও উসকানিমূলক ছিল। সে কারণেই ভিডিওটি আমরা সরিয়ে দিয়েছি। পরে নীতিভঙ্গের কারণে অ্যাকাউন্টটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের স্ট্রাইক সিস্টেম অনুযায়ী, আপাতত সাত দিন নতুন ভিডিও আপলোড বা লাইভস্ট্রিম করা যাবে না। এই মেয়াদ আরও বাড়তে পারে।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ