Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৬ অক্টোবর ২০২৫,   কার্তিক ১১ ১৪৩২

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৬, ১৪ জানুয়ারি ২০২১

এবার বন্ধ করা হলো ট্রাম্পের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট

ফাইল ছবি

ফাইল ছবি

ফেসবুক, টুইটার ও ইউটিউবের পর এবার ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করেছে সামাজিক যোগাযোগের আরেক মাধ্যম স্ন্যাপচ্যাট।

ক্যাপিটল হিলে হামলার পর সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম থেকে ট্রাম্পকে দূরে রাখার দাবি দিনদিন জোরালো হচ্ছে। এর প্রেক্ষিতেই স্থানীয় সময় বুধবার তার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে বলে জানায় যুক্তরাষ্ট্রভিত্তিক মাল্টিমিডিয়া ম্যাসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাট।

স্ন্যাপচ্যাট কর্মকর্তাদের শঙ্কা, ২০ জানুয়ারি অনুষ্ঠেয় জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানকে ঘিরে ফের সহিংসতা উসকে দিতে নিজের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন ট্রাম্প।

সংবাদ সংস্থা এএফপির প্রশ্নের জবাবে স্ন্যাপচ্যাট বলে, প্রেসিডেন্ট ট্রাম্প ভুল তথ্য, বিদ্বেষপ্রসূত বক্তব্য ছড়ানোর চেষ্টা করেছেন ও সহিংসতা উস্কিয়ে দিয়েছেন, যা আমাদের নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন। জনগণের নিরাপত্তা বিবেচনায় আমরা স্থায়ীভাবে তার অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়