Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৬ অক্টোবর ২০২৫,   কার্তিক ১১ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৬, ২৪ জানুয়ারি ২০২১

অভিনব প্রযুক্তি তৈরির আহবান, পুরস্কার ১০০ মিলিয়ন ডলার!

ইলন মাস্ক

ইলন মাস্ক

পৃথিবীর তাপমাত্রা স্থিতিশীল রাখতে হলে কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণের হার কমাতে হবে। এবার এই হার কমাতে অভিনব প্রযুক্তি তৈরির আহবান জানিয়েছেন স্পেসএক্স প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। শুধু তাই নয়, সেরা প্রযুক্তির উদ্ভাবনকারী পাবেন পুরস্কারও।

কার্বনকে নিয়ন্ত্রণে রাখতে প্রযুক্তির সহায়তা প্রয়োজন বলে মনে করে প্যারিস ভিত্তিক অলাভজনক সংস্থা ‘দ্য ইন্টারন্যাশনাল এনারর্জি এজেন্সি’।

এক টুইট পোস্টে ইলন মাস্ক জানান, সেরা প্রযুক্তির উদ্ভাবনকারীকে তিনি ১০০ মিলিয়ন ডলার পুরস্কার দেবেন। আরেক টুইটে জানান, আগামী সপ্তাহে এ বিষয়ে বিস্তারিত জানাবে তিনি।

নতুম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও জলবায়ুর পরিবর্তনকে অতিরিক্ত গুরুত্বের সঙ্গে দেখছেন। ক্ষমতায় এসেই তিনি কার্বন নিঃসরণে বিশেষজ্ঞ জেনিফার উইলক্সকে ডিপার্টমেন্ট অব এনার্জিতে নিয়োগ দিয়েছেন।

উল্লেখ্য, এর আগে কার্বন নিঃসরণ কমাতে হ্যালিওজেন নামের একটি স্টার্টআপে বিনিয়োগ করেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়